Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণায় আস্থা রাখুন

আন্দোলনকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : কোটা বাতিল করে দেয়ার বিষয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধামন্ত্রী যে বক্তব্য রেখেছেন আন্দোলনকারীদের তাতে আস্থা রাখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা দেয়ার পরেও গেজেট প্রকাশের দাবিতে ফের আন্দোলনের হুমকিকে সমীচীন মনে করি না। 

কোটা নিয়ে শিগগিরই সমাধান মিলবে জানিয়ে আন্দোলনকারীদের ক্যাম্পাসে ফিরে পড়াশোনায় মন দেয়ার আহŸান জানিয়েছেন তিনি। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কোটার বিষয়টি ফয়সালা করে দিয়েছেন-কোটা থাকবে না। এরপর এখানে কখন গেজেট হল কি হল না, এখানে একটু চিন্তাভাবনাও আছে? তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, অনুন্নত জেলা, মুক্তিযোদ্ধা, নারী আছে, এখানে একটা সুসমন্বিত কিছু করার চিন্তাভাবনা হচ্ছে এবং এর মধ্যে প্রধানমন্ত্রী অনেক দিন বিদেশে ছিলেন, প্রক্রিয়াটা থেমে নেই। যার জন্য আন্দোলন, কোটাটাই বাতিল করা হয়েছে। কাদের বলেন, প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অব দ্য হাউজ পার্লামেন্টে বসে যা বলেছেন তাকে বিশ্বাস করা উচিত। কারণ তিনি কথা দিয়ে কখনও কথা ব্রেক করেন না। প্রাইম মিনিস্টার পার্লামেন্টে যা বললেন সেটা আবার গেজেট প্রকাশের জন্য আন্দোলনের হুমকি সেটা বোধহয় সমীচীন হচ্ছে না। তিনি বলেন, আমি ছাত্র সমাজকে বলব তাদের ন্যায়সঙ্গত দাবির ব্যাপারে সরকার খুবই সহানুভুতিশীল এবং সরকার সক্রিয়। যৌক্তিক সমাধানের সব রকমের প্রয়াস অব্যাহত রয়েছে। আমি তাদেরকে বলব একটু ধৈর্য্য ধরতে, অনতিবিলম্বেই তারা সমাধান পেয়ে যাবে।
সড়কমন্ত্রী বলেন, এনিয়ে আন্দোলন পরীক্ষা-ক্লাস বর্জন করা এমনিতে অনেক ক্ষতি আমাদের হচ্ছে, আমি আশা করি তারা ক্যাম্পাসে ফিরে যাবেন, পড়াশোনায় ফিরে যাবেন।
কাদের বলেন, প্রধানমন্ত্রীর কথা এদিক-সেদিক হওয়া, প্রধানমন্ত্রী এমন মানুষ উনি একটা বলে সেখান থেকে তার নড়নচড়ন হবে এটা মনে করার কোনো কারণ নাই। তিনি বলেন, এখন এখানে যদি কেউ রাজনীতি করতে চান তাহলে ভিন্ন কথা। কিন্তু যৌক্তিক সমাধান যারা চায়, গেজেট কখন হল না হল, প্রাইম মিনিস্টারের মুখের কথা এটাতে তো আস্থা স্থাপন করা উচিত, বিশ্বাস করা উচিত।
প্রসঙ্গতঃ বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলেছিল। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা।
কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধানমন্ত্রী গত ১১ এপ্রিল জাতীয় সংসদে বলেন, বারবার এই আন্দোলন ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল; পরিষ্কার কথা; আমি এটাই মনে করি, সেটা হল বাতিল।
খালেদা জিয়া অসুস্থ, বিষয়টি আমার জানা নেই
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি জানা নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি তিনি জেনে নেবেন বলে জানান তিনি।
খালেদা জিয়া অসুস্থ, তার সঙ্গে আত্মীয়স্বজনকে দেখা করতে দেয়া হচ্ছে না বিএনপির পক্ষ থেকে এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলে জেনে নেবো।
নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে সেই সরকারের আকার কি গত টার্মের মতো, না অন্যরকম হবে সাংবাদিকদের এমন প্রশ্নের পরিষ্কার কোনও জবাব দেননি তিনি।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের ফল নিজেদের অনুকূলে না আসা পর্যন্ত বিএনপি নালিশ করতেই থকবে। গত ৫টি সিটি করপোরেশন নির্বাচনেও তারা একের পর এক নালিশ ও অভিযোগ করেছে। পরবর্তীতে দেখা গেছে ওই নির্বাচনে তারাই জিতেছে। তিনি বলেন, নালিশ করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। নয়াপল্টনে এ কাজের জন্য একজনকে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে রেখেছে বিএনপি

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ