Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন

আজ সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে উঠছে

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

পঞ্চায়েত হাবিব : দীর্ঘ নয় মাস বিরতির আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে না হয়ে এখন থেকে সাপ্তাহিক এ বৈঠক হবে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১২ তলায় অনুষ্ঠিত হবে। তিন চার মাস থেকে ২০ তলা ভবনে মন্ত্রিসভার বৈঠকের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম বদলের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেয়া হবে। এছাড়া মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সংরক্ষিত বনাঞ্চলের ৩২৪৭টি গাছ কাটার জন্য মন্ত্রিপরিষদের অনুমতি চেয়ে প্রস্তাব দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। জানা গেছে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষটির অবকাঠামোগত উপযোগিতা শেষ হয়ে যাওয়ায় গত বছর মন্ত্রিসভা বৈঠক চলাকালে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে টেবিলে। এরপরই মূলত সচিবালয়ে বৈঠক না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমিকম্পের জন্য যেসব ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের এই ভবনও রয়েছে। সব কিছু মিলিয়েই বৈঠক সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সচিবালয়ের মধ্যে সবচেয়ে উঁচু ভবন হচ্ছে ৬ নম্বর ভবন। ২০ তলা এ ভবনের ১২ তলায় হবে মন্ত্রিসভা বৈঠক। এই তলা ছিল অর্থ মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে। কিন্তু অর্থ মন্ত্রণালয় সচিবালয়ের নির্মাণাধীন নতুন ভবনে স্থানান্তরিত হয় চার মাস আগে। নতুন ভবনেই মন্ত্রিসভা বৈঠক আয়োজন করার প্রস্তাব ছিল। কিন্তু নির্মাণাধীন ভবনে নিরাপত্তাজনিত কারণে বৈঠক করার অনুমোদন মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা ইনকিলাবকে জানান, ৬ নম্বর ভবনের ছয়টি লিফটের মধ্যে তিনটি মন্ত্রিসভা বৈঠকের দিন মন্ত্রি-প্রতিমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবহার করবেন। অন্যান্য কর্মদিবসে পাঁচটি লিফট ওই ভবনের সবাই ব্যবহার করতে পারলেও একটি লিফট মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত থাকবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতির জন্য ২০ তলা ভবনের সব কর্মকর্তা-কর্মচারীকে গত বৃহস্পতিবার অফিস সময়ের পর তাঁদের নিজ নিজ কক্ষে অবস্থান করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভা বৈঠকের দিন ৬ নম্বর ভবনের আশপাশে কোনো গাড়ি পার্ক না করার নির্দেশনাও রয়েছে চিঠিতে।
ইমার্জেন্সি এক্সিটের পথ পরিষ্কার করছে
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ যে ভবনটিতে রয়েছে তা ইডেন ভবন নামে পরিচিত। অবিভক্ত বাংলার প্রাচীন এই ভবনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অফিস করতেন। এখনো তার অফিস কক্ষটি সেখানে আছে। তবে কক্ষটি কেউ ব্যবহার করেন না। পরে জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, খালেদা জিয়া প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কার্যালয়েই মন্ত্রিসভা বৈঠক করতেন। ২০০৯ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক করার সিদ্ধান্ত নেন। এদিকে বদলে যাচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম। এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদনের জন্য উঠবে। এর আগে জাতীয় পরিবেশ কমিটির চতুর্থ বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে সিদ্ধান্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় পরিবেশ ও বন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রস্তবে বলা হয়, বিগত এক দশকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাজের পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ, প্রতিবেশ ও জনজীবনে ইতিমধ্যে সংঘটিত ক্ষতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। সচিব কমিটিতে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়ার পর বিষয়টি আজ মন্ত্রিসভা বৈঠকে উঠানো হচ্ছে। মন্ত্রিসভা বৈঠকে পজেটিভ সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হবে।
এছাড়া মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার জন্য মন্ত্রিপরিষদের অনুমতি চেয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণের জন্য কাটতে হবে এক হাজার ৫৪৬টি গাছ। এবং কক্সবাজারের মহেশখালীর পাহাড় মৌজার এসপিএম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির এক হাজার ৭০১টি গাছ, বল্লি, জ্বালানি গাছ ও বেত ঝাড় কাটার জন্য মন্ত্রিসভার অনুমতি চেয়েছে প্রস্তাব দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। জীববৈচিত্র রক্ষায় ২০১৬ সাল থেকে সরকারি নির্দেশে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটা নিষিদ্ধ রয়েছে। গাছ কাটা বন্ধে মন্ত্রিসভায় নেয়া এই সিদ্ধান্ত ২০২২ সাল পর্যন্ত বহাল থাকার প্রেক্ষিতে প্রাকৃতিক বনের গাছ কাটার জন্য মন্ত্রিসভার অনুমতি নিতে হয়। বিদেশ থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আমদানি করা অপরিশোধিত জ্বালনি তেল (ক্রুড ওয়েল) ও ডিজেল বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে অবস্থান করা মাদার ভেসেল থেকে সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ ইস্টার্ন রিফাইনারীতে সরবরাহের লক্ষ্যে ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুড়িং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য কক্সবাজার জেলার মহেশখালীর পাহার মৌজার ১৯০ দশমিক ৯৫৬ একর ভূমি লিজ দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দ করা বনভূমিতে বিদ্যমান বিভিন্ন প্রজাতির এক হাজার ৭০১টি গাছ, বল্লি, জ্বালানি গাছ ও বেত ঝাড় কাটার জন্য মন্ত্রিসভার অনুমতি চেয়ে প্রস্তাব দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ