Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি মোকাবেলায় সতর্ক থাকুন

সেনাসদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : যখনই প্রয়োজন হবে সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়াবে। এটাই আমার দৃঢ় বিশ্বাস। অতীতের মতো সরকারকে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী। গতকাল রোববার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্যান্সার সেন্টারসহ সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি মোকাবেলায় সর্তক থাকার জন্য সেনা সদ্যসদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয়ী বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যে পীড়িত থাকবে এটা আমরা চাই না। আমরা যেখানেই থাকি সেটা হোক সরকারি কিংবা বিরোধীদলে দেশের মানুষের উন্নয়নে কাজ করি এবং করে যাবো। আওয়ামী লীগের বিভিন্ন উপ-কমিটি রয়েছে তারা বসে পরিকল্পনা করে, সেগুলো বাস্তবায়ন ও উন্নয়নে কাজ করি। তিনি আরো বলেন, আমি নিজেকেও একজন সেনাবাহিনী পরিবারের সদস্য হিসেবে মনে করি। আমার দুই ভাই সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। সবার ছোটভাই ১০ বছরের শেখ রাসেল, তাকেও জিজ্ঞাসা করা হলে বলতো- সেনাবাহিনীতে যোগ দেবে। আমি মনে করি এজন্য আমার সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ রয়েছে। এই পরিবারের সদস্য হিসেবে সেনাবাহিনীর উন্নয়ন আমার কর্তব্য। তাছাড়া স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর অবদান অনস্বীকার্য।
শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে তাদের ভাতা বাড়ানো, দ্বিতীয় শ্রেণি থেকে জেসিওদের প্রথম শ্রেণি নন ক্যাডার পদে উন্নীত করা হয়েছে। প্যারা কমান্ডো গঠন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব দিয়ে থাকে। প্রশিক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ছিয়ানব্বই সালে সরকার গঠন করে নারীদের সেনাবাহিনীতে নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হয়। তাদের পেশাগত উন্নয়নেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রথমবার অর্থাৎ ছিয়ানব্বই সালে সরকার গঠনের পর সেনানিবাসে এলে সেনা সদস্যদের সঙ্গে আমার কথা হয়। তখন তারা জানান দুপুরে রুটি খান। ১৯৯৮ সালে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। আমি তাদের দুপুরের খাবারে ভাতের ব্যবস্থা করি। এরপর এই সেনানিবাসে এসে তাদের সঙ্গে আমিও দুপুরের খাবার খেয়েছিলাম।
তৎকালীন বিরোধীদল বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা সংসদে ঘোষণা করা হলে ওই সময় বিএনপি নেতা সাইফুর রহমান বলেছিলেন- এটা ভালো নয়। এতে বিদেশে সাহায্য পেতে সমস্যা হবে। আমি বলেছিলাম, আমরা চাই না বাংলাদেশে খাদ্য ঘাটতি থাকুক। বাংলাদেশ ভিক্ষে করে চলুক, আমরা হাত পেতে চলতে চাই না। তখন আমরা ২৬ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য আমরা রিজার্ভ রেখে গিয়েছিলাম। মানুষের খাদ্য নিরাপত্তায় আমরা সতর্ক। কিন্তু বিএনপি-জামাত জোট সরকার এসে তা ধ্বংস করে দেয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, মিয়ানমারে সঙ্গে চুক্তি হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। মিয়ানমার তাদের (রোহিঙ্গা) ফিরিয়ে নেয়ার কথাও স্বীকার করেছে। কিন্তু কার্যকর কিছু হচ্ছে না। বাংলাদেশকে সবাই সমর্থন দিচ্ছে। আশা করি এ সমস্যার সমাধান হবে। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা সেনানিবাসে ক্যান্সার সেন্টার, ফার্টিলিটি সেন্টার, এডিবল ওয়েল মিল এবং বিভিন্ন সেনানিবাসে সেনা সদস্যদের জন্য ব্যারাক, সেনা ছাউনি, প্রশিক্ষণ এবং আবাসন প্রকল্পসমূহ। সেনা প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক মঞ্চে উপস্থিত ছিলে।



 

Show all comments
  • কামাল ১৪ মে, ২০১৮, ২:০৯ এএম says : 0
    আমার মতে, সেনাবাহিনীর অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য না দেয়াই ভালো।
    Total Reply(0) Reply
  • বিপ্লব ১৪ মে, ২০১৮, ২:১০ এএম says : 0
    সেনাবাহিনী সব সময়ই দেশের মানুষের পাশে দাঁড়ায়
    Total Reply(0) Reply
  • খালেদ ১৪ মে, ২০১৮, ২:১০ এএম says : 0
    আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ১৪ মে, ২০১৮, ২:১২ এএম says : 0
    আপনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। জয় বাংলা
    Total Reply(0) Reply
  • অমিত কুমার ১৪ মে, ২০১৮, ২:১৩ এএম says : 0
    আমাদেরকে সকল ক্ষেত্রেই আত্মনির্ভরশীল হতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ