Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ জেলার ব্যাংক বন্ধ কাল

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আসন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামীকার মঙ্গলবার চট্টগ্রাম, খুলনা, যশোরসহ দেশের নয় জেলার নির্বাচনী এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে। গতকাল রোববার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।
১৫ মে খুলনা সিটি কর্পোরেশন ছাড়াও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন হবে। একইভাবে এদিন চট্টগ্রাম জেলার স›দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম ইউপি নির্বাচন, ভোলার মুজিবনগর ইউপি নির্বাচন, ঝালকাঠি জেলার পোনাবালিয়া ইউপি নির্বাচন, যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন, গাইবান্ধার ফজলুপুর ইউপি নির্বাচন, মুন্সীগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে।
বাংলাদেশ ব্যাংকের পৃথক একটি প্রজ্ঞাপনে, ১৫ মে নির্বাচনী এলাকায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা বন্ধ রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ