Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার অধীনেই নির্বাচন -স্বাস্থ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

মোঃ ওমর ফারুক, ফেনী থেকে : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বিজয়ের মাস ডিসেম্বরে। সে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, অন্য কারো অধীনে নির্বাচন হবেনা। গতকাল রোববার দুপুরে ফেনী সার্কিট হাউজে ফেনী জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় কালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বিএনপিকে উদ্যেশ্য করে বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, আপনারা নির্বাচনে আসেন। সংবিধান অনুযায়ী বিভিন্ন দেশের বর্তমান সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, আমাদের দেশেও হবে, এক্ষেত্রে আপনাদের অসুবিধাটা কোথায়। তিনি আরো বলেন আপনারা নির্বাচনী মাঠে আসেন, খেলা হবে মাঠে ফাইনাল খেলা। চোরের মতো মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না। একবার পালিয়ে গিয়ে জ¦ালাও পোড়াও করেছেন মানুষ আপনাকে ক্ষমা করেনি। নির্বাচনে আসেন খেলা হবে মাঠে। ফাউল আর গড়াগড়ি করবেন না, যদি ফাউল করেন তাহলে বাংলার জনগন আপনাকে লালকার্ড দেখিয়ে দিবে। মন্ত্রী বলেন, যে নেত্রী সমুদ্র জয় করতে পারে, আকাশ জয় করতে পারে, বাংলার মানুষের মন জয় করতে পারে তার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আগামী নির্বাচনে শেখ হাসিনার নের্তৃত্বে ইনশাআল্লাহ আমরা আবার জয়লাভ করব। মন্ত্রী পরে জেলা আওয়ালীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যেশ্য বলেন সারা দেশের মত ফেনীতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। আমি নিজ চোখে সেগুলো উপলদ্ধি করছি। আপনারা যার যার নিজ এলাকায় সাধারণ জনগনের পাশে থেকে সরকারের উন্নয়ন মূলক কর্মকাÐকে তুলে ধরুন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন ফেনীর মানুষের অনেকদিনের আশা ফেনীতে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা। সেটি নির্বাচনে আগে ফেনীতে একটি বড় জনসভা করে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন। ফেনীতে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা খাতে যে সব সমস্যা আছে তা সমাধান করা হবে বলে তিনি জানান। পরে স্বাস্থ্যমন্ত্রী ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। মতবিনিময় সভায় জেলা আ’লীগ সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বডুয়া, ফেনী সদরের সংরক্ষিত আসনের মহিলা এমপি জাহানারা আক্তার সুরমা, ফেনী-১ আসনের এমপি শিরিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সেক্রেটারী শুসেন চন্দ্র শীল,বিভিন্ন উপজেলা চেয়ারম্যান বৃন্দ সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ