Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়রা নেতৃবৃন্দ ঘেরাও : স্মারকলিপি পেশ

দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ বহাল রাখার দাবিতে

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বায়রার বর্তমান কার্যনির্বাহী কমিটি’র মেয়াদ আগামী ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত বর্ধিত করার প্রতিবাদে গতকাল রোববার ইস্কাটনস্থ বায়রা কার্যালয় ঘেরাও করেন সাধারণ সদস্যরা। বায়রা সাধারণ ক্ষুদ্ধ সদস্যরা নেতৃবৃন্দকে ঘেরাও করে রেখে অনতিবিলম্বে বার্ষিক নির্বাচনের পূর্ব ঘোষিত তারিখ বহাল রাখার দাবীতে একটি স্মারক লিপি পেশ করেন। গত ৩ এপ্রিল সিলেকশনের মাধ্যমে নির্বাচিত বায়রা সভাপতি বেনজীর আহমদ আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতরের অযুহাত দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিতভাবে বায়রা কার্যনির্বাহী কমিটি’র ২০১৮-২০২০ মেয়াদের নির্বাচনের তারিখ পেছানোর দাবীতে আবেদন পেশ করেন। বায়রার ইসি’ সদস্য ও সাধারণ সদস্যদের মতামত না নিয়ে আগামী ২৪ জুনের বায়রার নির্বাচনের তারিখ পেছানোর উদ্যোগ নেয়ায় সাধারণ সদস্য ও ইসি’র সদস্যরা ক্ষুদ্ধ হয়ে গতকাল বায়রা কার্যালয় ঘেরাও করে স্মারক লিপি পেশ করেন। এসময়ে বায়রার সভাপতি বেনজীর আহমদ সহ-সভাপতি কাজী মফিজুর রহমান ও মহাসচিব রুহুল আমিন স্বপন উপস্থিত ছিলেন। বায়রার সাবেক সহ-সভাপতি এমডি শফিকুল আলম ফিরোজের নেতৃত্বে বিক্ষুদ্ধ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বায়রার সাবেক মহাসচিব মনছুর আহমেদ কালাম, সাবেক সহ-সভাপতি আবুল বারাকাত ভূঁইয়া, নাসির উদ্দিন মজুমদার সিরাজ, আব্দুল হাই, কে এম মোবারক উল্লাহ শিমুল, তৌহিদুল ইসলাম, মো: উবায়দুল আরিফ, মতিউর রহমান, আজিজুল হক মজুমদার (সেলিম), রবিন ও কেফায়েত উল্লাহ।
বায়রা সদস্যদের চাপের মুখে বায়রা সভাপতি বেনজীর আহমদ বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাচন পেছানোর আবেদনের কপি সকল সদস্যদের কাছে হস্তান্তর করতে বাধ্য হন। এসময়ে বায়রার গানম্যানদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রত্যক্ষদর্শিরা এতথ্য জানান। বিক্ষুদ্ধ বায়রা সদস্যরা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারের দশ সিন্ডিকেটের ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষ্যেই বায়রা সভাপতি বেনজীর আহমদ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পন্থায় পূর্ব ঘোষিত বায়রার নির্বাচনের তারিখ আগামী মার্চ পর্যন্ত পেছানোর আবেদন পেশ করেছেন। বায়রা সদস্যদের তুমুল হট্রোগোলের মধ্যে বায়রা সভাপতি বেনজীন আহমদ ঘোষণা করেন আগামী ৫/৬ দিনের মধ্যে বায়রার ইসি মিটিং ডেকে শিগগিরই বায়রার নির্বাচনের উদ্যোগ নিবো। উপস্থিত বায়রা নেতৃবৃন্দ বলেন, মালয়েশিয়ার দশ সিন্ডিকেট সকল বৈধ রিক্রুটিং এজেন্সি’র অধিকার নস্যাৎ করে গত দেড় বছরে জি টু জি প্লাস প্রক্রিয়ায় চড়া অভিবাসন ব্যয়ে কর্মী পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়ায় পাচার করেছে। নেতৃবৃন্দ বলেন, আধুনিক মালয়েশিয়ার রুপকার ড. মাহথির মোহাম্মদ নির্বাচনের ক্ষমতায় এসেছেন। সদ্য সমাপ্ত মালয়েমিয়ার জাতীয় নির্বাচনে দশ সিন্ডিকেটের মালয়েমিয়ার আর্শিবাদ পুষ্ট নেতাদের ভরাডুবি হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার সকল সদস্যদের জন্য উন্মুক্তকরণে সরকারকেই উদ্যোগ নিতে হবে বলেও তারা উল্লেখ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ