Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ায় নয়া মন্ত্রিসভার তিন মন্ত্রীর নাম ঘোষণা

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ তিনটি গুরুত্বপ‚র্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। ডেমোক্র্যাটিক অ্যাকশন (ডিএপি) পার্টির সাধারণ সম্পাদক প্রাক্তন ব্যাংকার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লিম গুয়ান ইয়ংকে অর্থমন্ত্রী, প্রিভ‚মি দলের চেয়ারম্যান সাবেক উপ-প্রধানমন্ত্রী মুহাইদিন ইয়াসিনকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দীর্ঘকালীন বিরোধী রাজনীতিবিদ পাত্রি আমানাহ নাগেরার প্রেসিডেন্ট মোহাম্মাদ সাবুরকে প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করা হয়েছে। গত শনিবার সংবাদ সম্মেলনে ওই তিন মন্ত্রীর নাম ঘোষণা করেন মাহাথির বলে স্থানীয় সূত্র জানায়।
বৃহস্পতিবার শপথ নেয়ার পরে মাহাথির জানিয়েছিলেন, নতুন সরকার ১০টি মন্ত্রণালয় ঠিক করেছে এবং এসব মন্ত্রণালয়ের জন্য নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হবে অচিরেই। ওই দশটি মন্ত্রণালয় হলো অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, গ্রাম উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ, মাল্টিমিডিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন ও পররাষ্ট্র।
সংবাদ সম্মেলনে বাকি সাতজন মন্ত্রী পদে নিযুক্তির সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের মাহাথির বলেন, সবকিছুই ঘটে নিয়ম মাফিক। ১০ জন মন্ত্রীর মধ্যে এখন তিন জনের নাম ঘোষণা করা হল। মাহাথির মোহাম্মদ বলেন, তার নেতৃত্বাধীন ৪ দলীয় পাকাতান হারাকার (পিএইচ) জোট শরিকদের মধ্য থেকে তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং মতামতের মতো অনেকগুলো বিষয় বিবেচনা করে যত দ্রæত সম্ভব বাকি মন্ত্রীদের নিয়োগ করে প‚র্ণ মন্ত্রিপরিষদ গঠন করা হবে। সংবাদ সম্মেলনে মাহাথির বয়স্কদের জন্য কাউন্সিল গঠন করার কথাও জানান। এর আগে শুক্রবার ছোট মন্ত্রীসভা গঠনের ইঙ্গিত দিয়েছেলেন সদ্য নির্বাচিত এই প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন মাহাথির।
উল্লেখ্য, বৃহস্পতিবার মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অবসর থেকে রাজনীতিতে ফেরা ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। গত বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ২২২ আসনের মধ্যে মাহাথিরের জোট পায় ১২১টি আসন। আর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিশান ন্যাসোনাল (বিএন) জোট পায় ৭৯ আসন। সরকার গঠনের জন্য ১১২টি আসনে জয় পাওয়া দরকার ছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিরোধী জোট সরকার গঠন করতে যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ