পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
তমাল কান্তি নন্দী বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বিটিসিএলের সদস্য (রক্ষণাবেক্ষন ও চালনা) পদের দায়িত্বে ছিলেন।
তমাল কান্তি নন্দী ১১ নভেম্বর ১৯৫৯ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ননী গোপাল নন্দী এবং মা জোৎস্না রানী নন্দী। তিনি ১৯৮২ সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন এবং ১৯৮৮ সালে ১৫ ফেব্রæয়ারী ৭ম বিসিএসের মাধ্যমে (টেলিকম) ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালিন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এর চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তৎকালিন বিটিটিবি/ বর্তমান বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক, প্রধান কর্মাধ্যক্ষ এবং সদস্য পদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চাকুরীরত অবস্থায় বিটিসিএলের পক্ষে চীন, ভারত, কানাডা, হংকং ইত্যাদি দেশ ভ্রমন করেছেন।-বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।