Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবি

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় বাজেটে কৃষিখাতে বরাদ্দ আরও বাড়ানোর জন্য দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, আলোচনায় এফবিসিসিআই নেতারা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন। ‘বিষমুক্ত খাবার’ পেতে জমিতে ও বাগানে সহনীয় মাত্রায় কীটনাশক ব্যবহারেরও তাগিদ দিয়েছেন তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব এগ্রিকালচার সভায় আলোচকরা সম্প্রতি মহাকাশে প্রেরিত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের কার্যক্রম কাজে লাগিয়ে কৃষিখাতে প্রযুক্তিগত উন্নয়ন করার ওপরও জোর দেন। কৃষি পণ্য রফতানির ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে এফবিসিসিআই থেকে উদ্যোগ নেয়া হবে বলেও সভায় জানানো হয়।
এফবিসিসিআই এর ডিরেক্টর ইন-চার্জ এস এম জাহাঙ্গীর হোসেন সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ এগ্রো-প্রসেসর্স এসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব, আবু নাসের ও হাফেজ হারুন অর রশিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ