Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চায় খালেক

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘খুলনা সিটি করপোরেশনের অনেক এলাকার মানুষ এখনো পরিপূর্ণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ওই সব এলাকার অধিবাসীরা সব ধরনের সেবা ঠিকমতো পাচ্ছে না।
এসব এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য।’ তিনি বলেন, ‘ঘুষ, দুর্নীতিমুক্ত কেসিসি গড়া এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা আমরা লক্ষ্য।’ এজন্য তিনি ১৫ মের নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানান। গতকাল শনিবার নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
সকাল ৮টায় আব্দুল খালেক নগরীর মতিয়াখালী ব্রিজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর শিপইয়ার্ড, মতিয়াখালী মৌজা, মোল্লা বাড়ি, লবণচরা, জিন্নাহপাড়া, হঠাৎ বাজার, বান্ধা বাজার, বোখারী পাড়া, মোক্তার হোসেন রোড সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সালাম ও কুশল বিনিময় করেন। এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি নির্মাণাধীন ইসলামপাড়া মেইন রোড দ্রæত চলাচলের উপযোগী করে দিতে ঠিকাদারকে নির্দেশ প্রদান করেন।
খালেকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রলাপ বকছেন মঞ্জু- শেখ হারুন
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পাগলের প্রলাপ বকছেন। স¤প্রতি তিনি বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত করছেন জনগণকে। গতকাল শনিবার দুপুর ২টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হারুনুর রশীদ একথা বলেন।
শেখ হারুনুর রশীদ আরও বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রধান সমন্বয়কারী, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেনসহ নির্বাচন সম্পর্কে নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন। ’৭৫ পরবর্তী সময়ে সামরিক শাসক জিয়াউর রহমানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে খুলনার ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এস এম কামাল হোসেন। তখন তিনি খুলনা সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রামের বাড়ি হিসাব করলে খুলনা থেকে নজরুল ইসলাম মঞ্জুর বাড়ির চেয়ে এস এম কামালের বাড়ি অনেক কাছে। তিনি অতিথি পাখি বা উড়ে এসে জুড়ে বসেননি।
তিনি আরও বলেন, এই শহরের মানুষ জানেন মঞ্জু সর্বহারাদের নেতৃত্বে ছিলেন। মঞ্জুর এ আচরণ আমাদের বা সাধারণ মানুষের সঙ্গে করলে কেউ মেনে নেবে না। তিনি নিজের দলকে নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। তার আচরণের সঙ্গে বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদেরের অনেক মিল রয়েছে।
শেখ হারুন বলেন, গণমাধ্যমের সামনে তার পায়ের উপর পা তুলে বসা নিজেকে জঙ্গি হিসেবে দাবি করা, মিথ্যাচার করা অভ্যাসে পরিণত হয়েছে। জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট শাহ আলমকে নিয়ে তিনি জঙ্গিবাদের কথা বলবেন এটাই স্বাভাবিক। মঞ্জু যে খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী, সন্ত্রাস ও জঙ্গিবাদের নেতা তিনি গত শনিবার সকালে তার বাসভবনে সাংবাদিকদের সামনে তা আবার স্বীকার করেছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ