Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী মহাকাশ জয় করলেও জনগণের মন জয় করতে পারেননি -এরশাদ

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী সমুদ্র্র জয় করলেন, মহাকাশ জয় করলেন অথচ দেশের মানুষের মন জয় করতে পারলেন না। আজকে ঘরে থাকলে খুন ও ধর্ষণের আতংক আর বাইরে গেলে বাসের চাকায় পিষ্ট স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। 

গতকাল রাজধানীর গুলশানের ইমানুয়েলস্ কনভেনশন সেন্টারে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়া থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আমিনুল ইসলাম পিন্টু, ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মহিউদ্দিন বাবু, জাতীয় পার্টি (জেপি) যুগ্ম-মহাসচিব মাহবুবুর রহমান লিফটন এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর মাদার অব হিউম্যানিটির পুরস্কার পাওয়া প্রসঙ্গে এইচ এম এরশাদ বলেন, আপনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন ‘দেশের ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারলে ১০ লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবো না কেনো?’ অথচ আপনি কী তাদের খাওয়াতে পারছেন? একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠাতে পারলেন না। এদেশেও তাদের বাসস্থান দিতে পারলেন না। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকারের জুলুম থেকে মানুষ আজ পরিত্রাণ চায়। মানুষ আজ পরিবর্তণ চায়, জাতীয় পার্টিই এ পরিবর্তণ এনে দিতে পারে। জনগণের ভালবাসাই জাতীয় পার্টি টিকে রয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, দেশে যেভাবে দলীয়করণ, অবিচার, সন্ত্রাস, টেÐারবাজি চলছে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব আর থাকবে না। কারণ জাতীয় পার্টি দলের স্বার্থ নয়, দেশ ও জনগণের স্বার্থকেই প্রাধান্য দিয়ে থাকে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী নির্বাচনে আমরা তিনশ আসনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনেকে যোগদান করতে চাইছেন। নির্বাচনে আগে আরো অনেকেই জাতীয় পার্টিতে যোগদান করবেন।
এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, যোগদানকারি সাবেক এমপি আমিনুল ইসলাম পিন্টু, মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ। ##

 



 

Show all comments
  • গনতন্ত্র ১৩ মে, ২০১৮, ৩:৩৫ এএম says : 0
    জনগন বলছেন, “ সভ্য হব কভে ?” উপরের দিকে সবার নজর নীচে পকেট কেটেছে পকেটমার, বুঝে না বুঝে হাততালির অভ্যাস বাংগালীর পাল্টাবে না বুঝি আর ? ধোকা দিয়ে বোকা বানিয়ে করছে জনগনের টাকার অপব্যবহার, উদ্ভোধনের আগেই সেতুতে ফাঁটল র্দুঘটনা শুনবো কত আর ? ঘরে ঘরে মাদকের স্বীকার দেশে বেড়েছে শিক্ষিত বেকার, আন্দোলনে নামলে রাজাকারের বাচ্চা নীশিতে হল থেকে বহিষ্কার ? ব্যাংক কর্মকর্তাদের রাজপ্রাসাদ দুদকের কেন পড়েনা নজর, ব্যাংকগুলি আবার ফিরে পাবে প্রান ষ্টিমরোলার যদি পরে উপর ?
    Total Reply(0) Reply
  • nurul alam ১৩ মে, ২০১৮, ৩:৩৯ পিএম says : 0
    জনগণের ভোটই যাদের প্রয়োজন হয়না তাদের ওপর জনগণ খুশি থাকবে এমন আশা করা অবান্তর নয় কি ? ক্ষুদা পেলে খাবার দরকার সুন্দর জামায় পেট ভরেনা । সেটেলাইটের চেয়ে অনেক জরুরী কাজ পড়ে রয়েছে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ