Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার মুখ থেকে ফিরছে সিলেট! জনজীবনে স্বস্তি ১২ পয়েন্টে বিপদসীমার ওপরে

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ফয়সাল আমীন : বন্যার মুখ থেকে ফিরে আসছে দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট। প্রি-মৌসুমী এ বন্যা আংশকামুক্ত হওয়ায় স্বস্থি ফিরে আসছে জনজীবন বিশেষ করে ভাটি অঞ্চলে কৃষককূলে। নদ-নদীর সমতল পানি হ্রাস ঘটছে। আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ ঘন্টায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের আকস্মিক বন্যা পরিস্থিতি উন্নতি ঘটতে যাচ্ছে। তবে এখন ১২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ২টি পয়েন্টে সর্তকসীমানায় পানি রয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের গানিতিক মডেলের পূর্বাভাস তথ্যনুয়ায়ী সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের ও তৎসংলগ্ন উত্তর পূর্বাঞ্চলের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গত শুক্রবারের চেয়ে গতকাল শনিবার গড় বৃষ্টিপাতের পরিমান ছিল নেহাৎ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ আসাম মেঘালয় ও ত্রিপুরার শুক্রবার বৃষ্টিপাতের পরিমান ছিল চিলচরে ২৭মি:মি:, কাইলাশ্বরে (মনু) ৫০ মি:মি:, চেরাপুঞ্জিতে ৫৮মি:মি: আজ্য়ালে ০ মি:মি, শিলংয়ে ৬ মি:মিটার। কিন্তু গতকাল শনিবার বৃষ্টিপাত চিলচরে ১মি:মি:, কাইলাশ্বরে (মনু) ১৭মি:মি:, চেরাপুঞ্জিতে ৫মি:মি: আজ্য়ালে ৩৪ মি:মি, শিলংয়ে ৪ মি:মিটার। একই সাথে গত শুক্রবারে চেয়ে গতকাল শনিবার তুলনামুলক অল্প পরিমান বৃষ্টিপাত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেটে। গতকাল শনিবার সুনামগঞ্জের ছাতকে ১৮মি.মি:, মনু রেল্ওয়ে ব্রিজ ১৮মি.মি:, জারিয়াজঞ্জাইল ৪৫মি.মি:, সুনামগঞ্জ ৪০মি,মি:, কমলগঞ্জে ১৩৫ মি.মি:, হবিগঞ্জে ২৫ মি.মিটার। গত শনিবার ছাতক, জারিয়াজঞ্জাইল ও কমলগঞ্জে কোন বৃষ্টিপাত হয়নি। তবে মনু রেলওয়ে ব্রিজ ১৬ মি.মি:, হবিগঞ্জে ১০মি.মিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল শনিবার আবহাওয়া পরিসংখ্যানে জানা যায়, মেঘনা অববাহিকায় অবস্থিত উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুরমা-কুশিয়ার সহ ১১টি নদ-নদীর ৩৬টি পর্যবেক্ষণ স্থানের ১০টিতে পানি বৃদ্ধি, ২৫টিতে হ্রাস, ১টি পয়েন্টে পানি প্রবাহ স্থিতিশীল রয়েছে। সুরমা কানাইঘাটে পানি ১৪ সে:মি: হ্রাস পেলেও বিপদসীমার ৯৮ সে:মি উপর, সুরমা সিলেটে ১৩ সে:মি হ্রাস পেল্ওে ৮৩ সে:মি, কুশিয়ারা অমলশীদে ৪সে:মি হ্রাস পেলেও ১৪৮ সে:মি:, শ্ওেলায় ১৮০ সে:মি, কুশিয়ারাশেরপুর-সিলেটে ৮১ সে:মি:, ফেঞ্চুগঞ্জে ১৯১ সে:মি, কুশিয়ারা মারকুলি ১৩৫ সে:মি:, মনু মৌলভীবাজার ১০৫ সে:মি:, সুতং এ সুতং রেলওয়ে ব্রিজ ১২৬ সে:মি:, কংস নেত্রকোনার জারিয়াজঞ্জাইল ২৪০ সে:মি: কালনী আজমিরিগঞ্জ ১৫৩ সে:মি: ও সোমেশ্বরী কলমাকান্দায় ৪৫ সে:মি:, বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সুরমা সুনামগঞ্জে বিপদসীমার ২২ সে:মি:, বাউলাই খালিয়াজুরি ৮ সে:মি: নিচ দিয়ে প্রবাহীত হলেও সতর্কসীমায় রয়েছে। গতকাল সিলেটে সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ্ও সর্বনি¤œ সিলেটে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো) বন্যা পূর্বাভাস ্ সতর্কীকরন কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, উজানে বৃষ্টিপাত কমে যাচ্ছে একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চল্ও। এতে করে বন্যার আশংকা মুক্ত হতে যাচ্ছে সিলেট। বন্যা পরিস্থিতি বিশেষ করে ভাটি অঞ্চল কেন্দ্রিক হয় বা হয়ে থাকে এ মৌসুমে। আবহাওয়া বিবেচনায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে ইতিবাচক প্রভাব পড়বে জনজীবনে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ