Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো গুরুত্বপ‚র্ণ : নাসিম

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যে কোনও নির্বাচনে জনগণ সঠিক রায় দিতে ভুল করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং আগুনে মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের ভোট দেবে না জনগণ; তাদের ভোট চাওয়ার নৈতিক অধিকারই হারিয়ে গেছে।’ গতকাল বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো গুরুত্বপ‚র্ণ মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে নাকি পাকিস্তানের প্রেতাত্মারা দেশ শাসন করবে, সে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে।’ সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাÐ তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছে, অন্যদিকে তৃণম‚লের মানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের কাজ করা হচ্ছে।’ দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘উন্নয়ন কর্মকাÐ তুলে ধরে আন্তরিকতা নিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ অবকাঠামোগত সব উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। নির্বাচনি মাঠে একা খেলে মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামী লীগ ভোটে জিততে চায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ