Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রির দায়ে বরিশাল ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদকের স্ত্রীর কারাদন্ড

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : মাদক বিক্রির দায়ে বরিশাল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক-এর স্ত্রীকে ৬ মাসের কারাদন্ড ও দু হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামিম আহম্মদ। দন্ডিত লাবনী বেগম বরিশাল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনি জমাদ্দারের স্ত্রী। রায় ঘোষণার পর লাবনী বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ এপ্রিল নগরীর বান্দ রোড প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে থেকে লাবনী বেগমকে প্রায় এক কেজি গাঁজা সহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ পরিদর্শক চিন্ময় মিত্র। এ ঘটনায় মামলা দায়ের করে একই বছরের ১০ মে লাবনীকে অভিযূকাত করে আদালতে জমা দেয় পুলিশ।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, জনি জমাদ্দার এখনও জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে আছেন। তবে তার স্ত্রী যে মাদক মামলায় আদালতে দন্ডিত হয়েছে তা তিনি জানেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ