Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের নির্বাচন স্থগিত

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন শ্রম আদালত ঢাকা। আজ বুধবার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজাহান এ আদেশ দেন। এক আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল। ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল জানান, গত ৩ মে শ্রম অধিদপ্তরের পরিচালক (ট্রেড ইউনিয়ন) স্বাক্ষরিত নির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়। ওই বিজ্ঞপ্তি দেয়ার একদিন পর ৫ মে বন্ধের দিন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ওই দিনই বিশেষ সাধারণ সভাসহ ভোটার তালিকা চুড়ান্তকরণ, মনোনয়নপত্র বিতরণ, জমাদান, মনোনয়পত্র বাছাই, প্রত্যাহার এবং নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পর্যাবেক্ষণ করার জন্য শ্রম অধিদপ্তরের দুইজন কর্মকর্তা যথাক্রমে উপপরিচালক সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক মাহবুব আলমকে দায়িত্ব দেয়া হয়। তাদেরকে পাঁচ কার্যদিবসের মধ্যে নির্বাচন সংক্রান্ত প্র্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ