Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা সংস্কার আন্দোলনের মামলায় ৪ জন তিন দিনের রিমান্ডে

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কোটা সংস্কার আন্দোলনে শাহবাগে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনায় করা এক মামলায় গ্রেফতারকৃত ৪জনকে তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এ দিন সাত আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন জানান। যাদের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর হয়েছে তাঁরা হলেন-রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম ও আবু সাঈদ ফজলে রাব্বি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসা ভাঙচুরের মামলায় গত ২৯ এপ্রিল চানখাঁরপুল এলাকা থেকে ডিবি পুলিশ এঁদের গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার এ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

 

 



 

Show all comments
  • ইসমাইল ইমন ১১ মে, ২০১৮, ২:৫৯ এএম says : 0
    আসল অপরাধীরা যেন শাস্তি পায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ