Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি চুক্তি বাস্তবায়ন না হলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাবে -বন ও পরিবেশ মন্ত্রী

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

পানি চুক্তি বাস্তবায়ন না হলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাবে। পদ্মা, ব্রহ্মপুত্র এবং মেঘনার নদীর ৯৩ শতাংশ অববাহিকা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। গতকাল রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের নিয়ন্ত্রণে মাত্র ৭ শতাংশ। আর এই ৭ শতাংশের ওপর দিয়ে প্রবাহিত হয় সমগ্র প্রবাহ। পলিসহ এই ৯৩ শতাংশের প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। তাই অভিযোজনসহ এই দুর্যোগ মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন।
সভাপতিত্বের বক্তব্যে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, সম্প্রতি নদী ভাঙন ব্যাপকভাবে শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের এসব প্রভাব মোকাবিলায় এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বিত কার্যক্রম।
‘জলবায়ু পরিবর্তন : বন ও পানি সম্পদের প্রভাব’ শীর্ষক সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে বাংলাদেশ সেন্টার ফর এডভ্যান্সড স্টাডিজ-এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ এবং বুয়েটের অধ্যাপক ড. মাসফিকুস সালেহীন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান।
ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ১৯৩০ সাল থেকে এ পর্যন্ত শতকরা ৩৯ ভাগ বন ধ্বংস হয়েছে। পার্বত্য চট্টগ্রামে ২০০০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ৮০ শতাংশের বেশি বন ধ্বংস হয়ে গেছে। অন্যদিক বৃক্ষরোপনসহ গণ সচেতনতা বৃদ্ধির কারণে বনের বাইরে গাছপালার সংখ্যা বেড়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ৮ হাজারের বেশি ইট ভাটা রয়েছে যেখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ।
ড. আতিক বলেন, ২১ শতাব্দীর মধ্যে পৃথিবীতে ৩০০ মিলিয়ন মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে স্থানান্তরিত হবে। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ৬০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী এসডিজির ওপর সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ ছিল এ অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ