পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে এখনও দুই কোটি মানুষ দরিদ্র বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে উন্নয়ন সংস্থাগুলো অনেক কাজ করছে। তাদের কর্মকাণ্ডে আমরা উৎসাহিত হয়েছি। কিন্তু এখনও দেশে দুই কোটি মানুষ দরিদ্র। এ দেশে এটা অনেক বড় সংখ্যা। আমাদের দারিদ্র বিমোচন কর্মসূচি শুড বি টার্গেট নাম্বার ওয়ান। দেশ দারিদ্রমুক্ত হতে আরও ১০ থেকে ১৫ বছর সময় লাগবে।
বৃহস্পতিবার (১০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনজিওর প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি জাফরুল্লাহ চৌধুরী, মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানমসহ শীর্ষ এনজিওগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত কয়েক বছরে দেশে এনজিওগুলো ভালো অবস্থানে রয়েছে জানিয়ে মুহিত বলেন, এটাকে যথেষ্ট উৎসাহিত করেছি।
এনজিওর প্রতিনিধিরা শিশুদের জন্য আলাদা বাজেট এবং প্রতিবন্ধিদের জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়ার দাবি জানান। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, কৃষক নারী, নারীদের উন্নয়ন, কর্মজীবিদের জন্য আবাসন নির্মাণে বরাদ্দ দেয়ার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।