Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরাজয় ঠেকাতেই সরকার গণগ্রেফতার করছে : মঞ্জু

খুলনায় বিএনপি নেতাকর্মী আটকের অভিযোগ

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

আবু হেনা মুক্তি : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেছেন, ‘পরাজয় ঠেকাতেই সরকারের নির্দেশনায় পুলিশ প্রতিনিয়ত আমার দলীয় নেতা-কর্মীদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি, গ্রেফতার ও হয়রানি করছে।’
গতকাল বুধবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। যদিও পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আজকেও একটি রাত আমার নির্ঘুম কেটেছে। গত মঙ্গলবার দুপুর থেকেই আমি এবং আমার কর্মীদের ওপর পুলিশ দ্বিতীয় দফায় শহরজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে, গ্রেফতার করেছে, হেনস্তা করেছে, পরিবারে সদস্যদের গালিগালাজ করেছে, দেখে নেওয়ার হুমকি দিয়েছে, এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।’
মঞ্জু বলেন, ‘কেসিসির পাঁচটি থানায় এই সাঁড়াশি অভিযানে শত শত পুলিশ অংশ নিয়েছে। দুই শতাধিক নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সংবাদ পাওয়ার পর আমি পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম। তিনি আমাকে বলেছেন, গ্রেফতার অভিযান করার মতো নির্দেশনা তাদের নাই। তার এ বক্তব্যকে সত্য ধরেই আমি অপেক্ষায় ছিলাম।’
ধানের শীষ প্রতীকের প্রার্থী আরো অভিযোগ করেন, ‘পরাজয় ঠেকাতেই সরকার এগুলো করছে। সরকার পুলিশকে অসৎভাবে ব্যবহার করছে। আমি বারবার সংবাদ সম্মেলনে বলেছি, যতই ঝড় আসুক, বিএনপি এই নির্বাচন থেকে সরে যাবে না। এখনো নেতা-কর্মীদের মনোবল অটুট আছে।’
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘মঙ্গলবার রাত সোয়া ১টায় মহানগর বিএনপির সহসম্পাদক একরামুল কবির মিল্টনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতিতেই তার স্ত্রী (ফোনে) কেঁদে কেঁদে আমাকে বলছে, তার স্বামীকে (মিল্টন) বলা হচ্ছে, ওসি সাহেব দেখা করতে বলেছেন। ওয়ারেন্ট, মামলা কিছুই নেই, কেন দেখা করবে? আমি বললাম, আপনি (মিল্টনের স্ত্রী) পুলিশকে জিজ্ঞেস করেন যে, কোনো ওয়ারেন্ট আছে কি না। পুলিশ বলেছে, কোনো ওয়ারেন্ট নেই, ওসি সাহেব তাকে ডেকেছেন।’
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘পুলিশ ধরপাকড় চালাবে, নির্বাচনী কাজও ইনশা আল্লাহ চলবে। এই যুদ্ধে যদি কেউ না থাকে, তাহলে আমি একাই থাকব। আমি সবাইকে বলছি, সময়মতো বেরিয়ে আসুন।’
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন বলেন, ‘মঙ্গলবার রাতে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হচ্ছে না।’
বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এটা নিয়মিত অভিযান। নিয়মিত অভিযানে এ ধরনের গ্রেফতার থাকে।’
জনগন আ’লীগকে আর ক্ষমতায় দেখতে চায়না- গনসংযোগকালে মঞ্জু
কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সিটি নির্বাচনকে প্রভাবিত করতে শাসক দলের প্রার্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বেপরোয়া আচরন করছে। খোদ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এসে খুলনার পুলিশ ও জনপ্রশাসনকে প্রভাবিত করেছে। পুলিশ ও ডিবি লেলিয়ে দিয়ে গ্রেফতার হয়রানি করা হচ্ছে ধানের শীষের কর্মীদের। কিন্ত জনগন এদেরকে আর ক্ষমতায় দেখতে চায়না। তারা পরিবর্তন চায়। তারা ভোটে ব্যালটের মাধ্যমে এই সরকারের দুঃশাসন ও লুটপাটের জবাব দিতে চায়। ১৫ তারিখ হবে একদলীয় শাসনের বিরুদ্ধে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনার ও গণতন্ত্রের বিজয়ের দিন।
গতকাল বুধবার সকাল নগরীর বিভিন্নস্থানে গণসংযোগকালে এসব কথা বলেন। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে নগরীর বাজারঘাটের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হবে। সকালে তিনি পাইকারি মাছ বাজারে গণসংযোগ শেষ করে রূপসা ফেরীঘাট, রূপসা স্ট্যান্ড রোড, রূপসা শ্মশান রোড ও সংলগ্ন জনবসতি এলাকায় বসবাসকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং নির্বাচনে ভোট চান।
খুলনায় বিএনপি নেতাকর্মী আটকের অভিযোগ
খুলনা মহানগর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ সুমনকে আটকের অভিযোগ তোলা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরীর দোলখোলা এলাকার নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার শ্বশুর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সোনালী সেন ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটকের বিষয়টি তাদের জানা নেই।
এদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি নেতা একরামুল কবীর মিল্টন, মহিউদ্দিন, আলম হাওলাদার, লোকমান, কামাল হোসেনসহ ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

 

 



 

Show all comments
  • আজগর ১০ মে, ২০১৮, ৩:১৯ এএম says : 0
    এসব করে পরাজয় ঠেকানো যাবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ