Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে গণপিটুনিতে একজনের মৃত্যু

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর রমনা থানায় আটক মঈন ওরফে মঙ্গল (২৫) নামে এক যুবক গণপিটুনিতে মারা গেছে। তার বাবার নাম মো. জাকির হোসেন। তার বাসা মগবাজারের মীরবাগে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মগবাজারের চেয়ারম্যান গলিতে শওকত হোসেন নামে এক যুবকের পকেট থেকে মানিব্যাগ ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন ওই যুবক। পরে তাকে রমনা থানা পুলিশে সোপর্দ করেন সাধারণ জনতা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রমনা থানার এসআই আব্দুল বাতেন জানান, তাকে গণপিটুনি দিয়ে গতকাল সকালে পুলিশে সোপর্দ করে জনতা। পরে আহতাবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢামেকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন বিকেলে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ