Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ কেন্দ্রে ইভিএম ও ৩টিতে সিসি ক্যামেরা

কেসিসি নির্বাচনে সব ধরনের অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
ফলে এ দুটি কেন্দ্রের ১০টি বুথের ২ হাজার ৯৭৮ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসাথে চিহ্নিত ঝুঁকিপূর্ণ তিনটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে সিসি ক্যামেরা। এ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪টি। বিষয়টি নিশ্চিত করেছেন কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী। তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে তিনটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’
গতকাল বুধবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার কবিতা খানম নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। তিনি গত মঙ্গলবার বিকেলে খুলনায় এসেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একই স্থানে বিভাগীয় আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় যোগদান করবেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নানা দিক-নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এদিকে, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে সব ধরনের বৈধ অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং আমর্স অ্যাক্ট ১৮৭৮-এর ১৭ক ধারার বিধান বলে গতকাল ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত করপোরেশন এলাকায় এ নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তাকর্মীদের অস্ত্র এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না। আদেশ অমান্য করা হলে তা দÐনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং বিচারের আওতায় আসবে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ