Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায়বিচার হলে খালেদা জিয়া জেলে থাকত না : এলডিপি

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ুলিশ, র‌্যাব এবং গুম-খুনের ভয়ে সাধারণ মানুষ কোনো কথা বলছে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ন্যায় বিচার হলে বেগম জিয়াকে এতোদিন জেলে থাকতে হতো না। জনগণ যখন রাজপথে নেমে আসবে তখন অন্য কোনো পথ আপনাদের থাকবে না। সময় থাকতে আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা আপনাদেরই দিতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এলডিপির ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের আহŸায়ক এএসএম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী প্রমূখ।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কর্নেল অলি বলেন, জনগণের মনের কথা বুঝতে না পারলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাবো। রাজনীতি করতে গেলে জনগণের হৃদয়ের কথা উপলব্ধি করতে হবে। দলের প্রতি দায়বদ্ধতা ও মায়া থাকতে হবে। আজ হোক কাল হোক নির্বাচন হবেই। আমরা কতটুকু প্রস্তুতি রয়েছি? তিনি বলেন, সরকার সম্পর্কে জনগণের ভাবনা স্পষ্ট। জনগণের মনের ভাষা সরকার বুঝতে পারছে না। প্রতিটি ক্ষেত্র দুর্নীতিগ্রস্থ। প্রশাসনিকভাবে দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। রাস্তা-ঘাট, ফুটপাত দখল করে জনগণের অধিকার হরণ করছে। সাধারণ মানুষ ভোট দেয়ার কোনো সুযোগ পাচ্ছে না। বিনা ভোটে ১৫৪ জন সংসদ সদস্য। এই ন্যক্কারজনক ঘটনা পৃথিবীর আর কোনো দেশে নেই। অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে ২০ দলীয় জোটের এই নেতা বলেন, ন্যায়বিচার পেলে খালেদা জিয়া কারাগারে এভাবে মানবেতর জীবনযাপন করতেন না। এরশাদের বিরুদ্ধে সমগ্র জাতি যেভাবে নেমে এসেছিল তার চেয়েও ভয়াবহ এই সরকারের পরিণতি। সুষ্ঠু নির্বাচন হবে কি না তা সরকারকেই নিশ্চিত করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ