Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকল অ্যাকশনই সরকার থেকে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে

দুদকের জিজ্ঞসাবাদ শেষে তাবিথ আউয়াল

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, যে রাজনীতি বিরাজ করছে বাংলাদেশে, আমি মনে করি সকল অ্যাকশনই সরকার থেকে রাজনৈতিক একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আমার একার বিষয় না, আমাদের সর্বোচ্চ সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যারা সদস্য আছি, সেই পর্যন্ত। তদন্ত নিয়ে তার কণ্ঠে সংশয় রয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, তার বিষয়ে তদন্তে যেন রাজনীতি কাজ না করেন। সকাল ১০টা থেকে দুপুরে পৌনে ২টা পর্যন্ত সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাবিথকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আখতার হামিদ ভূইয়া।
জিজ্ঞাসাবাদের পর তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, একটা অনুসন্ধান চলছে, এই অনুসন্ধানের মাঝে কথা বলায় আইনি বাধা আছে এবং আমিও মনে করি বলাটা ঠিক হবে না। তবে আমি আশাবাদী একটা সুষ্ঠু অনুসন্ধানের পর সত্যটা বেরিয়ে আসবে। দুদক কী অভিযোগ পেয়েছে- জানতে চাইলে তিনি বলেন,তা দুদক থেকে জেনে নিতে হবে, তবে আমি এতটুকু বলতে পারি, আমাদের মধ্যে বেশ সুষ্ঠু কথাবার্তা হয়েছে। তিনি আরো বলেন, প্রতিটি জিনিসেই যা হচ্ছে, আমি মনে করি রাজনৈতিক একটা ডিইন্সট্রাকশন। আমাদের মূল হয়রানি হল দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে, আমরা তার দিকে তাকিয়ে আছি, যত কিছুই হচ্ছে তাকে হয়রানি করার জন্য হচ্ছে। তাবিথের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতার সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২৫ কোটি টাকা লেনদেনের আরেকটি অভিযোগের অনুসন্ধানও করছেন দুদকের উপ-পরিচালক শামসুল আলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ