Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুজুকি নিয়ে এলো ১৫৫ সিসি মোটরসাইকেল

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : সুজুকি র‌্যানকন মোটর বাইকস্ লিমিটেড এই প্রথম বাংলাদেশে নিয়ে এল ১৫৫ সিসি মোটরসাইকেল সুজুকি ইন্ট্রুডার, যা একটি অত্যাধুনিক ক্রুজার বাইক। গতকাল সুজুকি র‌্যানকন মোটর বাইকস্ লিমিটেড আনুষ্ঠানিকভাবে দেশব্যাপি নতুন সুজুকি ইন্ট্রুডার ১৫৫ সিসি মোটরসাইকেল উন্মোচন করে। অনুষ্ঠান সুজুকি ফ্ল্যাগশিপ শো-রুমে (গুলশান তেজগাঁও লিংক রোড) এ অনুষ্ঠিত হয়। নতুন সুজুকি ইন্ট্রুডারের লো রাইড এক্সপেরিয়েন্স রাইডারকে আরও উন্নত ক্রুজার টাইপ রাইডিং পজিশন দিবে। এছাড়াও এতে আছে এন্টি ব্রেকিং সিস্টেম (এ বি এস)। বাইকটি উন্মোচন করেন র‌্যানকন মোটর বাইকস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শওন হাকিম ও অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইক বিডি, মোটরসাইকেল ভ্যালী, দেশি রাইডারস্ সহ বিভিন্ন বাইকার গ্রুপের সদস্যরা। অনুষ্ঠানে র‌্যানকন মোটর বাইকস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শওন হাকিম বলেন, বিগত তিন বছর ধরে র‌্যানকন মোটর বাইকস্ লিমিটেড বাংলাদেশে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং উন্নত মানের পন্য ও ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে আসছে । আমাদের দ্রæত বর্ধনশীল পোর্টফোলিওতে আছে জিক্সার, জিক্সার এস এফ, হায়াতে, অ্যাক্সেস এবং লেটস্ এর মতো উন্নত সব মডেলের বাইক। সুজুকি নতুন ইন্ট্রুডারের সাথে র‌্যানকন মোটর বাইকস্ লিমিটেড বাংলাদেশে ক্রুজার বাইক সেগমেন্টে বিশাল পরিবর্তন নিয়ে আসবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ