Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মিত হচ্ছে আনোয়ারায়

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) থেকে জাহেদুল হক : দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মিত হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ভরাশঙ্খ খাল হাইড্রোলিক এলিভেটর ড্যাম পাইলট প্রকল্প নামের এ প্রকল্পটির কাজ করছে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বেইজিং ইওয়ার কর্পোরেশন-বিআইসি। প্রকল্পটি বাস্তবায়িত হলে লবাণাক্ত পানি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি মিঠা পানি মজুদ রাখা সম্ভব হবে। উপজেলার বারখাইন ও বরুমচড়া ইউনিয়নের ভরাশঙ্খ খালে এটি নির্মাণ করা হচ্ছে।
সূত্র জানায়,বাংলাদেশের বিভিন্ন স্থানে সাধারণ রাবার ড্যাম বহু থাকলেও এই প্রথম আনোয়ারায় নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যাম। বাংলাদেশ সরকারের অর্থায়নে চায়না প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির কাজ করছে ওই দেশের ঠিকাদারী প্রতিষ্ঠান বেইজিং ইওয়ার কর্পোরেশন-বিআইসি। সাধারণ রাবার ড্যামে ব্যাগ ব্যবহার করা হলেও এ ড্যামে লোহার প্যানেল ব্যবহৃত হবে যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে খাল দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করতে পারবে না। পাশাপাশি সারা বছর মিঠা পানি আটকে রাখা যাবে খালে।
ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্র জানায়,প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পে ৮ কোটি ৪০ লাখ টাকার অবকাঠামোগত কাজ করছে মেসার্স আবুল বশর নামে বাংলাদেশী উপ-ঠিকাদার। ওই প্রতিষ্ঠান ড্যামের অবকাঠামো,মাটি কাটা,বøক ও পিলার তৈরীর কাজটুকু করবে। অবশিষ্ট টাকা দিয়ে লোহার পাত ও কপাট স্থাপনসহ প্রযুক্তিগত অন্যান্য কাজ করবে মূল ঠিকাদার বেইজিং ইওয়ার কর্পোরেশন। গত ২৫ মার্চ এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভ‚মি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। প্রকল্পটির নির্মাণ সময় ধরা হয়েছে ৭০০ দিন। আগামী বছরেই এটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়,এ বছর উপজেলায় ৬১২০ হেক্টর জমিতে বোরো আবাদের পাশাপাশি ৫৭০ হেক্টর জমিতে রবিশস্যের আবাদ হয়েছে। ড্যামটি বাস্তবায়ন হলে চাষাবাদ আরো বাড়বে। সোমবার দুপুরে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে,বারখাইন ও বরুমচড়া ইউনিয়নের ভরাশঙ্খ খালের শঙ্খনদীর কাছাকাছি এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সেখানে খালের দুই পাশে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়েছে। পাশাপাশি মেশিন দিয়ে পাথর,বালি ও সিমেন্ট মিশিয়ে পিলার ও বøক তৈরী করা হচ্ছে।
এ ব্যাপারে বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী বলেন,প্রতিবছর ভরাশঙ্খ খালে বাঁধ দিয়ে মিঠা পানি আটকিয়ে চাষাবাদ করতে হয় কৃষকদের। এতে প্রতিবছরই সরকারের আর্থিক ক্ষতি হয়,অপরদিকে চাষীরাও ভয়ে থাকেন। ড্যামটি নির্মিত হলে বিভিন্নভাবে উপকৃত হবেন আনোয়ারার চাষীরা। জানতে চাইলে ভরাশঙ্খ খাল হাইড্রোলিক এলিভেটর ড্যাম পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক দেবেন্দ্র চন্দ্র দেবনাথ ইনকিলাবকে জানান,এটি সরকারের একটি পাইলট প্রকল্প। এ ধরনের ড্যাম বাংলাদেশে প্রথম। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এ ড্যাম ব্যবহার করা হবে। এটি সুইচের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চালানো হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ