Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি প্রতিদিনই বাড়ছে বিপদসীমায় চার নদী ধেয়ে আসছে বন্যা

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

 

শফিউল আলম : দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানির সমতল প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। উজানে উত্তর-পূর্ব ভারতের পার্বত্যাঞ্চলে টানা অকাল ভারী বর্ষণ হচ্ছে। বর্ষণে পাহাড়ি ঢল নামছে ভাটিতে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নদ-নদী, খালে-বিলে, হাওড়ের দিকে। গতকাল (রোববার) শেষ খবর পাওয়া পর্যন্ত ৪টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আরও ৫টি নদ-নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও পানির সমতল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় শর উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৫টি জেলায় ধেয়ে আসছে আকস্মিক বন্যা। এদিকে বাংলাদেশ এবং ভারতের আবহাওয়া বিভাগের তথ্য-উপাত্ত, গাণিতিক মডেলসহ আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড প্রদেশের বিভিন্ন স্থানে গতকাল ও এর আগের ৩/৪ দিন থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত আজ (সোমবার) ও আগামীকালও (মঙ্গলবার) অব্যাহত থাকতে পারে। আর এসব প্রদেশের ভাটিতে অবস্থিত দেশের বৃহত্তর সিলেট ও ময়মনসিংহেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। গত দু’দিনে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। যা ভারতীয় আবহাওয়া বিভাগের গাণিতিক মডেল ও মানচিত্রে লক্ষ্য করা যায়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে গতকাল সর্বশেষ তথ্য-উপাত্তে জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানির সমতল পর্যবেক্ষণ স্টেশনসমূহের মধ্যে, সুতং নদী সুতং রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নেত্রকোনা জেলার জারিয়াজঞ্জাইল পয়েন্টে কংস নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেমি উপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল নতুন করে আরো পানি বৃদ্ধিতে কালনী নদী আজমিরিগঞ্জে বিপদসীমার ১৫ সেমি উপর দিয়ে এবং মনু নদীর পানি বেড়ে গিয়ে মৌলভীবাজারে বিপদসীমার ১৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে খোয়াই, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, ধলাই নদ-নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও ক্রমশ বৃদ্ধির দিকে রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস অনুসারে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া জেলাসমূহের এবং এর সংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম প্রদেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস সম্পর্কে জানা গেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান আবহাওয়া পূর্বাভাস ও নদ-নদী প্রবাহের পরিস্থিতি বিবেচনায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও মৌলভীবাজারের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কিছু জায়গায় বিদ্যমান আকস্মিক বন্যা পরিস্থিতির আগামী ২৪ ঘণ্টায় আরও অবনতি ঘটতে পারে। নেত্রকোনা জেলার কতিপয় স্থানে বিদ্যমান আকস্মিক বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় অপরিবর্তিত থাকতে পারে। সুনামগঞ্জ ও ব্রাহ¤œবাড়ীয়া জেলার কতিপয় স্থানে প্রধান নদীগুলোর পানির সমতল আগামী ২৪ ঘণ্টায় দ্রæত বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত সেখানে আকস্মিক বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই।
এদিকে আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। # ০৬/০৫/১৮ইং

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ