Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে ভর্তুকি মূল্যে চিনি-ছোলা-ময়দা বেচবে পশ্চিমবঙ্গ

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পবিত্র রমজান মাস এগিয়ে আসার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন পেলেন সুখবর। রমজান মাসে রেশন গ্রাহকদের একাংশকে ভর্তুকি মূল্যে চিনি, ছোলা ও ময়দা সরবরাহ করা হবে। প্যাকেটের সর্ষে তেলও দেওয়া হবে। তবে তেলের ক্ষেত্রে কোনও ভর্তুকি দেওয়া হচ্ছে না। রমজান মাসে পরিবার পিছু ৫০০ গ্রাম করে দুই দফায় চিনি দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল খাদ্যদফতর। কিন্তু সেই সময় ৩৬ টাকা কেজি দরে চিনি দেওয়া হবে বলে ঠিক হয়। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয় ভর্তুকি আরও বাড়ানো হবে। সেই মতো ৩০ টাকা কেজি দরে চিনি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্ত্যোদয় ও স্পেশাল প্রয়োরিটি হাউসহোল্ড (এসপিপিএইচ) শ্রেণীর গ্রাহকরাই শুধু এগুলি পাবেন। দেখা গেছে, এ শ্রেণির গ্রাহক রয়েছে তিন কোটিরও বেশি। নয়া এই সিদ্ধান্তে কিছুটা হলেও সুবিধা হবে এই দুই শ্রেণির মানুষ।
জানা গেছে, ময়দা, ছোলা ও সরষের তেল সরবরাহ করার বিজ্ঞপ্তি খাদ্য দফতর জারি করেছে। প্রতি কেজি ময়দা ও ছোলাতে পাঁচ টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র : কোলকাতা২৪দ্ধ৭।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ