Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওআইসি’র সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের সভাপতি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গতকাল ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দুদিন ব্যাপী ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলন শুরু হয়। প্রথম অধিবেশনে বিদায়ী সভাপতি আইভরিকোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল সিএফএম›র সভাপতির দায়িত্ব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশগ্রহণ করেন ওআইসির মহাসচিব ড. ইউসুফ এ আল ওতাইমিনসহ ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা। ৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬শ’ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।
সংগঠনের নতুন সভাপতি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করেন। আরো বক্তব্য দেন ওআইসির মহাসচিব ইউসুফ এ ওথাইমিন, আইভরি কোস্টের পররাষ্ট্রমন্ত্রী মারসেল আমোন তানোহ, তুরস্কের উপপ্রধানমন্ত্রী এবং ওআইসি সম্মেলনের সভাপতির প্রতিনিধি বেকির বোজড্যাগ, কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, এশিয়া, আরব ও আফ্রিকার পক্ষে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত ভাইস মিনিস্টার আবদুর রাহমান মোহাম্মাদ ফাসির, সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল বিন আহমেদ আল জুবায়ের এবং সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী সিদকি কাবা অনুষ্ঠানে বক্তৃতা করেন। এছাড়া ওআইসির বিভিন্ন আঞ্চলিক গ্রæপের পররাষ্ট্রমন্ত্রীরাও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিকে ওআইসি’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হেরে গেছেন। সরাসরি ভোটে বাংলাদেশ পেয়েছে ৬ ভোট। প্রতিদ্ব›িদ্ব কাজাখাস্তান ১২ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছে। সম্মেলনের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এশিয়া গ্রæপের ১৮টি রাষ্ট্র গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করে। কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দুই পক্ষ সমানে সমান ক্যাম্পেইন করেছে টানা কয়েক মাস। ##

 

 



 

Show all comments
  • Amin Md Al-Amin ৬ মে, ২০১৮, ১২:১৯ পিএম says : 0
    রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চাই।
    Total Reply(0) Reply
  • Syful Islam ৬ মে, ২০১৮, ১২:১৯ পিএম says : 0
    Congratulations
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ