পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান চাষ করে সফল হয়েছেন এই অঞ্চলের কৃষকরা। বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে উচুঁ ও কম বৃষ্টিপাতের এলাকা লালপুর থানা। বৃষ্টিপাত কম হওয়ায় এই অঞ্চলে তেমন বোরো ধানের চাষ হয় না। প্রাকৃতির উপরে নির্ভর করে এখানকার কৃষকেরা শুধু বর্ষা মৌসুমে ধানের চাষ করে থাকে। কিন্তু চলতি মৌসুমের শুরু থেকে আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় এবং এখানকার বড়াল, খলিসাডাঙ্গা, চন্দনা নদীর ঠিক মতো পানি প্রবাহ না থাকায় নদীর পাড়, নদীর মধ্যে ও কিছু পরিমানে জমিতে বোরো ধান চাষ করেছে এখানকার কৃষকরা। যার ফলন আশানুরূপ ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিস তথ্যমতে জানাগেছে, গত বছরে এই উপজেলায় প্রায় তিনশত হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছিলো। এবছর (নদী, ডোবা, খাল)সহ মোট ১২শত ২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা বিগত দিনের তুলনায় তিন গুন বেড়েছে। বর্তমানে এই ধান পাকতে শুরু হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে এখানকার চাষকৃত বোরো ধানের ফলন ভালো হবে। নির্ধারিত জমি থেকে প্রায় ৫ হাজার ৯ শত ৫৩ মে. টন চাল উৎপাদনের টার্গেট নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এখানকার কৃষকদের চাষকৃত বোরো ধানের মধ্যে হাইব্রিড, উফশীও স্থানীয় জাত রয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই ধান কৃষকরা ঘরে তুলতে পারবেন বলেও জানান কৃষি বিভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।