পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি, কাপড়, শিশুদের জনসন সাবান, প্রসাধনী সামগ্রী, ইমিটেশনের চুড়ি ও পটকা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ভারতীয় মালামাল গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার শাজাহান আলী জানান, গতকাল শনিবার সকালে রতনপুর এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় মালামাল নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ি, কাপড়, শিশুদের জনসন সাবান, প্রসাধনী সামগ্রী, ইমিটেশনের চুড়ি ও পটকা উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।