Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র নির্বাচিত হলে কেসিসিতে নাগরিক শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার মঞ্জুর

উন্নয়ন বুঝে নিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহŸান খালেকের

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

আবু হেনা মুক্তি : কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা পুর্নব্যক্ত করে বলেছেন, নাগরিকদের ইচ্ছায় সিটি কর্পোরেশন পরিচালিত হবে। নাগরিক শাসন ভিত্তিক জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি নগরবাসীর সমর্থন ও রায় প্রত্যাশা করেন।
নির্বাচন উপলক্ষে নগরীর ২৭ নং ওয়ার্ডের বাগমারা ব্রিজ, মিস্ত্রিপাড়া বাজারসহ সংলগ্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনগনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহবান জানান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ।
এ সময় তিনি জনগনের উদ্দেশ্যে আরো বলেন, নগরীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় শাসক দলের মনে ভীতির সঞ্চার হয়েছে। নিশ্চিত পরাজয় যেনে তারা যেনতেন উপায়ে নৌকা মার্কাকে ভোটে জেতাতে চায়। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাই নিজে উপস্থিত থেকে সব কিছু মনিটর করছেন। পুলিশ ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। অভিযান চালিয়ে গ্রেফতার এবং বািড় ছাড়া করা হচ্ছে। হামলায় আহত করে আবার মিথ্যা মামলার আসামী করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বাধ্য করা হচ্ছে নৌকার পক্ষে কাজ করতে। এসব ঘটনা প্রমাণ করছে, এই সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোন নির্বাচন হতে পারেনা। তিনি বলেন, যারা মনে করছে হামলা চালিয়ে, মামলা দিয়ে, গণগ্রেফতার করে বিএনপির কর্মীদের মাঠ ছাড়া করবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। সিটি নির্বাচনের ভোটের ফলাফল বুঝে না নিয়ে বিএনপির একজন কর্মীও ঘরে ফিরবে না।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা ওহেদুজ্জামান দীপু, সাবেক এমপি কাজী আলাউদ্দিন আলী, বিজেপি সভাপতি এ্যাড. লতিফুর রহমান লাবু, জেপি জাফর সভাপতি গোলাম মোস্তফা, খেলাফত মজলিসের নগর সাধারণ সম্পাদক মাওলানা নাসিরউদ্দিন, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, এ্যাড. বজলুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. শাহ আলম, বিএনপি নেতা অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, এহতেশামুল হক শাওন, শামসুজ্জামান চঞ্চল, কাউন্সিলর প্রার্থী হাসান মেহেদী রিজভী, কাউন্সিলর প্রার্থী শমসের আলী মিন্টু, সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী মাজেদা খাতুন, শেখ আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, মাওলানা ওলিউল্লাহ,. কামরান হাসান, এস এম কামাল হোসেন, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, জাকারিয়া লিটন, মোহাম্মদ আলী, ওলিয়ার রহমান, মশিউর রহমান যাদু, জি এম মঈনউদ্দিন, রিয়াজুর রহমান, ওহেদুর রহমান বাবু, আল বেলাল, মিজানুর রহমান, আল আমিন তালুকদার প্রিন্স প্রমুখ।
উন্নয়ন বুঝে নিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহŸান- খালেক
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সিটি কর্পোরেশনের বয়সের অধিকাংশ সময়জুড়ে বিএনপির মেয়র থাকলেও নগরীর কাঙ্খিত উন্নয়ন হয়নি। নগরীর যা কিছু দৃশ্যমান তা আমি দায়িত্বে থাকাকালে (২০০৮-১৩) হয়েছে। উন্নয়নের জন্য নগরবাসী আজ ঐক্যবদ্ধ। শহরজুড়ে নৌকা প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
নগর আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, নৌকার গণজোয়ার দেখে বিএনপি আজ দিশেহারা। পরাজয়ের ভয়ে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই বিএনপির অপপ্রচারে কান না দিয়ে দলমতের উর্ধ্বে নৌকা প্রতীকে ভোট দিয়ে নগরীর কাঙ্খিত উন্নয়ন বুঝে নিতে নগরবাসীর প্রতি আহŸান জানান তিনি।
গতকাল শুক্রবার নগরীর দৌলতপুরস্থ ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন। সকাল সাড়ে ৭টায় তিনি দৌলতপুর মহসিন মোড় থেকে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর দৌলতপুর কাঁচাবাজার, পাইকারী বাজার, মাছ বাজার, রেললাইনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
ভোটারদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, দৌলতপুর বাজারটি অনেক পুরাতন হওয়া সত্বেও তেমন কোন উন্নয়ন হয়নি। এবার আমি মেয়র নির্বাচিত হলে বাজারের ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে বাজারটির বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাসদের সভাপতি ও ১৪ দল নেতা রফিকুল ইসলাম খোকন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পদক শহীদুল ইসলাম বন্দ, আকাঙ্খা গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মজনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, দৌলতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ ফারুক হাসান হিটলু, থানা আ’লীগ নেতা শেখ কামাল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান হিরু, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হারুন অর রশীদ, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাহিদা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারাহানা পারভেজ নিপু, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মোড়ল, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, শেখ রাসেল, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মানিক, নিশাত ফেরদৌস অনি প্রমুখ।
দুপুরে তিনি নগরীর শীতলাবাড়ি মন্দিরে মতবিনিময়, বিকালে খালিশপুরে মতবিনিময়, ৫ নম্বর ওয়ার্ডের অবশিষ্ট অংশ ও ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ