Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের রোহিঙ্গা আবাস দুর্যোগের হুমকিতে -ইউনিসেফ

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : বাংলাদেশে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় বন্যা, ভূমিধস ও জলোচ্ছ¡াসে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সতর্কবার্তা দিয়েছে ইউনিসেফ। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের বর্তমান অবস্থায় আক্ষেপ করেন ইউনিসেফ কর্মকর্তা বেঞ্জামিন স্টিনলেচনার। জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া জায়গাগুলোতে বর্ষা মৌসুমে মাটি ধরে রাখার জন্য পর্যাপ্ত গাছ নেই।
এতে, ঝড়বৃষ্টিতে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির শঙ্কা রয়েছে। ব্যাপক বৃষ্টি বা সামুদ্রিক ঝড়ে সৃষ্ট বন্যা বা জলোচ্ছ¡াসে গোটা এলাকা তলিয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। শঙ্কা রয়েছে ডায়রিয়া, কলেরাসহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার। রেড ক্রিসেন্ট সোসাইটির জরিপে, এবছরের বর্ষা মৌসুমে কমপক্ষে এক লাখ শরণার্থী ভোগান্তিতে পড়বে। গতবছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও কট্টর বৌদ্ধদের সহিংস তাÐবে স্বদেশ ছেড়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গা অন্তত সাত লাখ। সূত্র : ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ