Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে স্বৈরতান্ত্রিক শাসন বিরাজ করছে রব

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) জাতীয় পরিষদের সভার প্রথম অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সংবিধান সংশোধনের জন্য জেএসডি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কারণ সংবিধান সংশোধন না হলে স্বাধীন দেশের উপযোগী শাসন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। তবে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। গতকাল অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এসব কথা বলা হয়েছে।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়। এতে প্রথমেই এজেন্ডা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। জেএসডি রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে- এতে নির্বাচনের নামে প্রহসন হবে। এ পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করার জন্য অবিলম্বে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল দল ও সমাজশক্তির সমন্বয়ে জাতীয় সংলাপের মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার কেমন হবে এই নিয়ে ঐকমত্য গড়ে তুলতে হবে। দেশে আজ স্বৈরতান্ত্রিক শাসন বিরাজ করছে। সরকারী দল অবাধে সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও জনগণের ট্যাক্সের টাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। অথচ বিরোধী দলকে সেই সুযোগ দেওয়া হচ্ছেনা।
রাজনৈতিক প্রস্তাবে আরো বলা হয়েছে- সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতির সম্ভাব্য উন্নয়ন হচ্ছে না। হচ্ছে মেগা প্রজেক্টসমুহের মেগা দুর্নীতি। সরকারি বিভিন্ন পদে নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য হচ্ছে। দেশের শেয়ার বাজার, ব্যাংক ও লর্থলগ্নী প্রতিষ্ঠান সমুহের লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে। দেশের আদালত সমুহের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রচেষ্টা শুরু হয়েছিল তাও ইতোমধ্যে বন্ধ করে বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এতে দেশে আজ ন্যায় বিচারের কোন অস্থিত্ব নেই। দেশে হত্যা, খুন, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, লুটপাট, দখলবাজি চরম আকার ধারণ করেছে। এসবের অবসানের কার্যকর কোন উদ্যোগ সরকারের নেই।
জেএসডি এ অবস্থার অবসান কল্পে প্রচলিত রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থাপনা ও সংবিধানের আমুল পরিবর্তনের সংগ্রাম জোরদার করার জন্য যুক্তফ্রন্ট গড়ে তুলেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ