পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান ও নরসিংদীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তফ্রন্ট ও বাম জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি হত্যাকাÐে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। সরকার এভাবেই ব্যর্থ হচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে খুনোখুনি ততই বাড়ছে। গতকাল যুক্তফ্রন্ট ও বাম জোটের নেতারা এমন মন্তব্য করেন। তারা বলেন লক্ষণ ভাল নয়।
বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও যুক্তফ্রন্টের শীর্ষ নেতা আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, দেশের বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি হত্যাকাÐ আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ বিঘিœত হতে পারে। সরকার এভাবেই ব্যর্থ হচ্ছে। সরকারের প্রতি মানুষের আস্থা না থাকায় ক্রমান্বয়ে ব্যর্থ হচ্ছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বামজোটের শীর্ষ নেতা সাইফুল হক বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে এখন জনপ্রতিনিধি হত্যাকাÐের মতো ঘটনা ঘটছে। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশে খুনোখুনি ততই বাড়ছে। সরকারের জন্য এটা আত্মঘাতী। এতে সরকার বেশী লাভবান হবে বলে মনে হয় না। মনোনয়ন ও দখলদারিত্বের কারণে হত্যাকাÐ আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই ব্যাপারে সরকারকে সতর্ক ভূমিকা নিতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে কিনা জনপ্রতিনিধি হত্যাকাÐ নিয়ে দেশের জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে। সরকারকে নির্বাচনের আগ পর্যন্ত রাজনৈতিক খুনোখুনি বন্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় নির্বাচন হুমকির মুখে পড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।