Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্য ন্যাপে হলো বামপন্থীদের মিলনমেলা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ঐক্য ন্যাপের সম্মেলনকে কেন্দ্র করে হয়ে গেল বামপন্থীদের মিলন মেলা। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এ মেলা বসে। দেশের প্রায় সব বাম দলের নেতারাই এ মেলায় উপস্থিত ছিলেন। সেখানে দেশের রাজনীতির দুর্দশার চিত্র তুলে ধরা হয়।
ঐক্য ন্যাপের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের তোরা। ন্যাশনাল আওয়ামী পার্টির বিভিন্ন খÐিত দলে বিভক্ত নেতা কর্মীদের এক জোট হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহŸান জানিয়েছে ঐক্য ন্যাপ। এ লক্ষ্যে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে ‘ঐক্য’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘ন্যাপ’ গঠন করা হবে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ঐক্য ন্যাপের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধনী অনুষ্ঠানে এই আশা ব্যক্ত করেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
অসা¤প্রদায়িক গণতান্ত্রিক জাতীয় ঐক্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এবারের সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দেশের ৫০টি জেলা থেকে ঐক্য ন্যাপের নেতা-কর্মীরা যোগ দেন। বিভিন্ন দল থেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ঐক্য ন্যাপের সম্মেলনে সংহতি জানান। পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘বিভিন্ন সময়ে ন্যাপ বিভক্ত হয়েছে, যা দুঃখজনক ও লজ্জাজনক। আজ ঐক্য ন্যাপের সম্মেলন হচ্ছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে শুধু ন্যাপের সম্মেলন হবে, ‘ঐক্য’ বাদ যাবে। পঙ্কজ ভট্টাচার্য তাঁর বক্তব্যে দ্রব্যমূল্য কমানো, অকৃষি খাতে কৃষি জমির ব্যবহার নিষিদ্ধ, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শ্রমিকের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা প্রদান, নারীর প্রতি বৈষম্য দূর, দুর্বৃত্তদের হাত থেকে ভূমি-নদী নালা রক্ষার দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বামপন্থী দলগুলোর মধ্যে বিভাজন বিভিন্ন সময়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে দুর্বল করেছে। আমাদের সম্পদ কিছু লোকের হাতে পুঞ্জীভূত হচ্ছে, এটা সত্য। বৈষম্য বহু পরিমাণ বেড়ে গেছে। অর্থনীতিতে দেশ এগিয়ে গেলেও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেড়ে গেছে। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে আজ কী হচ্ছে-স্বাধীনতার পর বঙ্গবন্ধু কম্বল চোরদের বিরুদ্ধে বলেছিলেন। আজ শাসকদলের নেতৃবৃন্দ দেশে ব্যাংক লুটেরাদের বিরুদ্ধেও বলছেন না। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলেও আজ অসহায় অবস্থায় আছে। পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, সরকার দাবি করে যে, দেশ আজ গণমানুষ ও গণমুখী শাসন ব্যবস্থায় । আসলে কি তাই? পার্বত্য চট্টগ্রামে শান্তি আছে, এটা জ্বলন্ত মিথ্যার বেসাতি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের পাশে বামপন্থী দলগুলোকে সমবেত হওয়ার আহŸান জানান। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, ঐক্য ন্যাপের ¯েøাগান বিষয়ে ভিন্নমত নেই। দেশের অবস্থা তুলে ধরে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় সবাইকে এক জোট হতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ