Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে ডাকার পরিকল্পনা নেই : ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভায় বিএনপিকে আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
সংসদের বাইরে থাকা বিএনপি নেতাদের আগাশী নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভায় আমন্ত্রণ জানানো হবে কিনা, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতবার যাদের প্রস্তাব করা হয়েছিল, সেখানে শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও বিএনপিকে অফার করা হয়েছিল প্রকাশ্যে। এখানে গোপনীয়তার কিছু ছিল না। সেটা পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল হিসেবে। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয়-এমন কাউকে আমন্ত্রণ জানানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই। সংবিধানে এমন কোনো সুযোগ আছে বলেও আমার জানা নেই।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ঘোষণা দিয়েছেন, দশম সংসদ নির্বাচনের আগে যেভাবে মন্ত্রীসভা পুনর্গঠন করে নির্বাচনকালীন সরকার করা হয়েছিল, এবার একাদশ সংসদ নির্বাচনের আগেও তাই করা হবে।
বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচনে অংশ নেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, কত দল আছে ইলেকশনে অংশগ্রহণ করবে, একক হবে কেন? স্বীকার করি, বিএনপি অবশ্যই একটা বড় দল। না এলে জোর করে আনবো নাকি! নির্বাচনটা তাদের অধিকার, এটা কি সরকারের দয়ার দান? ডেকে আনতে হবে কেন? বেগম জিয়া কারাগারে আছেন, তাকে বাদ দিয়ে নির্বাচনে আসবেন কি আসবেন না এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার।
খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না-বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবে নির্বাচন হবে। প্রক্রিয়া এগিয়ে যাবে, এ প্রক্রিয়া থেমে থাকবে না। বিএনপি আসবে না বলে নির্বাচনের ট্রেন থেমে যাবে এটা চিন্তা করার কোনো কারণ নেই।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নে সড়ক ও সেতুমন্ত্রী কাদের বলেন, তারেক রহমান দন্ডপ্রাপ্ত। তাই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের তাগিদ আছে। বিএনপি নেতারা কি চান? তারা একে অন্যকে সরকারের এজেন্ট বলে-এটাও তো আমরা জানি। তাদের নিজেদেরও তো ঠিক নেই। তারেক রহমান প্রশ্নে তাদের মধ্যে সমস্যা আছে, সেটা সবাই জানে, এ নিয়ে আর কথা বলতে চাই না।
বিএনপি আগামী জাতীয় নির্বাচনও বর্জন করলে দলের কেউ ভোটে আসলে তাকে ঠেকাতে পারবে না বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি জানান, এটা নির্বাচন আসলে বলা যাবে। তবে সরকার এ ধরনের কোন উদ্যোগ নেবে না। তবে যদি কেউ নির্বাচনে আসতে চায় তাহলে তাকে তো আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
বিএনপিকে ভোটে আনতে সরকারের কি কোনো উদ্যোগই থাকবে না-জানতে চাইলে কাদের বলেন, তারা না আসলে সরকার কেন তাদের অনুরোধ করবে?
একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচনকালীন সরকারের ‘নিষ্পত্তির’ যে দাবি বিএনপি জানিয়েছে সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয়, নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনের আওতায় পড়ে না। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির যে অভিযোগ, তা ইসির এখতিয়ারে নেই।

 

 



 

Show all comments
  • অমিত কুমার ৪ মে, ২০১৮, ৩:৪৬ এএম says : 0
    কাউকে ডাকার দরকার নেই, শুধু একটা সুষ্ঠ নির্বাচন দিন
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ৪ মে, ২০১৮, ৯:২৯ এএম says : 0
    Desher brihottom dolke jodi dakar proyjon na hoy tahole ar gonotontrer kotha bole ki lub?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ