পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই রবিউল্লাহ জানান, কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ঘটনাস্থলে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উদ্যানের ভেতরে লালন চত্বরের পাশে একটি জারুল গাছের মগডাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক আটাশ বছর বয়সী যুবকের পরিচয় পাওয়া যায়নি। গলায় লুঙ্গি পেচানো অবস্থায় তার লাশ ডাল থেকে ঝুলছিল। গায়ে স্যান্ডো গেঞ্জি ছাড়া আর কিছু ছিল না। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আবুল হাসান বলেন, এটা আত্মহত্যার কোনো ঘটনা কি না, তা তারা জানার চেষ্টা করছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেছে বিষয়টি আরো পরিস্কার হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।