Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় জাগ্রত হচ্ছে ভোটারদের মূল্যবোধ

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম


মো. দেলোয়ার হোসেন ও মো. হেদায়েত উল্লাহ, গাজীপুর থেকে : বিশ দলীয় জোটের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠছে গাজীপুর সিটি করপোরেশন এলাকা। প্রতিটি ওয়ার্ডেই বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ২০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা সম্মিলিত প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। এতে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি নেতাদের ভোট চাওয়ার আকুতি দেখে ভোটারদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হচ্ছে। এতে ভোটাররাও বিএনপি নেতাদেরকে সাদরে গ্রহণ করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে কাছে পেয়ে ভোটারদের যেন একটিই দাবি ‘আমরা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারি’।
এদিকে মঙ্গলবার রাত জেগে শবে কদরের ইবাদত-বন্দেগির কারণে বুধবার দুপুরের আগে কোন কর্মসূচী রাখেননি ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তবে দুপুরের আগে তিনি কয়েকটি মিডিয়ায় সাক্ষাৎকার দেন। এর পর বিকেল ৩টা থেকে তিনি নির্বাচনী মাঠে নামেন।
বিকেল ৩টায় টঙ্গী ৪৩ নম্বর ওয়ার্ডের ফকির মার্কেটে পথসভার মাধ্যমে তিনি বুধবারের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর পর বৃষ্টি ও ঝর-তোফান উপেক্ষা করে বিকেল সাড়ে ৩টায় পাগাড় ঝিনু মার্কেট, সালামের আটার কল বিকেল ৪টায়, ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুরে সাড়ে ৪টায়, ৪৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি গেটে সোয়া ৫টায়, শিলমুন স্কুল মাঠে পৌনে ৬টায় ও মরকুন প্রাইমারি স্কুল মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় গণসংযোগ ও পথসভা করেন।
অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বুধবার দিনব্যাপী নগরির বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ ২১ নম্বর ওয়ার্ডে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা নাজমুল হক নান্নু ৫৬ নম্বর ওয়ার্ডে, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন ৫৬ নম্বর ওয়ার্ডে, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি অহিনুল হক ৩৭ নম্বর ওয়ার্ডে, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ৪৮নং ওয়ার্ডে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল ৫৩ নম্বর ওয়ার্ডে, ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারী ৪৮ নম্বর ওয়ার্ডে, মৎসজীবীদল সমন্বয়কারী অ্যাডভোকেট নাদিম চৌধুরী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাজী ইসরাইল মিয়া, অ্যাডভোকেট ডা. আজিজুল সারোয়ার, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি অ্যাডভোকেট আবুল হোসেন খাঁন ৩৫ নম্বর ওয়ার্ডে, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন ২০ নম্বর ওয়ার্ডে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার ৫২ নম্বর ওয়ার্ডে, বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী মনির খাঁন ৫২ নম্বর ওয়ার্ডে, যুগ্ন-মহাসচিব খায়রুল কবীর খোকন ৪৫ নম্বর ওয়ার্ডে, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. এবিএম ওবায়দুল ইসলাম ৫২ নম্বর ওয়ার্ডে, পটুয়াখালীর ডা. আব্দুল লতিফ মাসুম ভিপি, যুবদল কেন্দ্রিয় নেতা নূরুল ইসলাম খাঁন মাসুদ ৫২ নম্বর ওয়ার্ডে, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ৫৪ নম্বর ওয়ার্ডে, মহিলাদল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ৬ নম্বর ওয়ার্ডে, বিএনপির সহ-স্বাস্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, ৩৯ নম্বর ওয়ার্ডে, বিএনপির কেন্দ্রীয় নেতা দেবাশীষ রায় মধু ৪৩ নম্বর ওয়ার্ডে, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খাঁন ৮ নম্বর ওয়ার্ডে, ভাইস চেয়ারম্যান শাহ মো. আবু জাফর ৫৪ নম্বর ওয়ার্ডে, বিএনপির কেন্দ্রীয় নেতা হাফেজ ইব্রাহিম ৫০ নম্বর ওয়ার্ডে, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম ৩৬ নম্বর ওয়ার্ডে, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ২৭ নম্বর ওয়ার্ডে, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ৫৪ নম্বর ওয়ার্ডে, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ১৪ নম্বর ওয়ার্ডে, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন ৩৮ নম্বর ওয়ার্ডে, বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ৩৮ নম্বর ওয়ার্ডে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য শিরিন সুলতানা, বিলকিস ইসলাম, লায়লা বেগম, নিতা বাসির, ফরিদা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা মানিক, রাশেদা ওয়াহিদ মুক্তা, অধ্যক্ষ রফিকা আফরোজ ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ৩২ নম্বর ওয়ার্ডে ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ৪৪ নম্বর ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর অব. হাফিজউদ্দিন বীর বিক্রম, ৫০ নম্বর ওয়ার্ডে চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, ৫৭ নম্বর ওয়ার্ডে ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ৫২ নম্বর ওয়ার্ডে চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল মতিন, ৪০ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোটে সানাউল্লাহ মিয়া, ৪৬ নম্বর ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই, ৫০ নম্বর ওয়ার্ডে সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ৫২ নম্বর ওয়ার্ডে তাঁতীদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৪৪ নম্বর ওয়ার্ডে বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, ৪১ নম্বর ওয়ার্ডে বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ৫২ নম্বর ওয়ার্ডে কণ্ঠশিল্পি মনির খান, ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অব. মিজান, ৫৩ নম্বর ওয়ার্ডে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সীমকি ইমাম খান, ৩৭ নম্বর ওয়ার্ডে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান সুরুজ, ৫৭ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, ৫৭ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপিসাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সিনিয়র যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সহ-সভাপতি ঢাকা উত্তর মিসেস নায়াব ইউসুফ, ঢাকা মহানগর উত্তর যুগ্ম-সম্পাদক এম কফিল উদ্দিন, দপ্তর সম্পাদক এ.বি.এম.এ রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, সহ-সভাপতি এজমাল হোসেন পাইলট গণসংযোগ করেন।
এদিকে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি গাজীপুর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডে গণসংযোগ করে। তারা কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে নির্বচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ৫৭ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর বিএনপির নির্বাচনী প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মঙ্গলবার সকাল ১০টায় টঙ্গী বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপিসাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, মহিলা নেত্রী মিসেস নায়ার ইউসুফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ফয়েজ আহমেদ ফরু, ফেরদৌসি আহমেদ মিষ্টি, সিনিয়র যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম-সম্পাদক এ.জি.এম. সামসুল হক, এম কফিল উদ্দিন, মো. শামীম পারভেজ, সাইফুর রহমান মিহির, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন, সোহেল রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল করিম জাফর, দপ্তর সম্পাদক এ.বি.এম.এ রাজ্জাক, বিএনপি নেতা এল রহমান, মাহবুব আলম শাহীন, সাবেক কমিশনার রাবেয়া আলম, আব্দুস সালাম সরকার, আব্দুস সালাম, আলী আকবর আলী, হারুন অর রশিদ খোকন, আমান উল্লাহ ভূঁইয়া আমান, আহসান হাবিব, বাছির আহমেদ, জহিরুল ইসলাম জহির, সিএম আনোয়ার, ইমান হোসেন, আমিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মজিবুল হক, আব্দুল আউয়াল, হুমায়ুন কবির, ছোটন বিশ^াস, আরমান হোসেন, আহসান হাবিব ডনসহ মহানগর উত্তর বিএনপির থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা করেন।

 

 



 

Show all comments
  • বুলবুল আহমেদ ৩ মে, ২০১৮, ৫:০৭ এএম says : 0
    ভোটাররা ভোট দিতে পারবে তো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ