Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে সরকার কথা রাখে না তাদের অধীনে নির্বাচন হাসির খোরাক ছাড়া আর কী? -বি. চৌধুরী

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যে সরকার কথা রাখে না তাদের অধীনে আগামী নির্বাচন হাসির খোরাক ছাড়া আর কী হতে পারে বলে প্রশ্ন করেছেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, এই সরকার যে পাঁয়তারা চালাচ্ছে তাতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এরা এর আগে একটা নির্বাচন করলো ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত হলো, বাকি ১৪৭ জন সদস্য হয়ে গেলেন মাইনরিটি। এ মাইনরিটির সংসদ দিয়ে তারা সংবিধান সংশোধন করলেন যা অন্যায় এবং বেআইনি। বেআইনিভাবে নির্বাচন করে তারা রেকর্ড সৃষ্টি করেছেন। কিন্তু ওই নির্বাচনের আগে তারা বলেছিলেন এটা নিয়ম রক্ষার নির্বাচন। তারা কথা রাখে নাই। সুতরাং যে সরকার কথা রাখে না তাদের অধীনে আগামী নির্বাচন হাসির খোরাক ছাড়া আর কী হতে পারে? গত মঙ্গলবার মহান মে দিবস উপলক্ষে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকার যাতে প্রহসনের নির্বাচন করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে শ্রমিক শ্রেণি ও সাধারণ মানুষের প্রতি আহŸান জানিয়ে বি চৌধুরী বলেন, এখন তারা বলছে নির্বাচনের আগে সংসদ ভাঙবে না। তাদের তথাকথিত সংসদ সদস্যরা এমপি পদের মর্যাদা ও ক্ষমতা নিয়ে মাঠে নামবে। সরকার যাতে কোনো প্রহসনের নির্বাচন করতে না পারে সে জন্য পোশাক শ্রমিকসহ শ্রমিক শ্রেণি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।
মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহŸান জানিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, শ্রমিক শ্রেণির সমস্যা সমাধান করতে হলে তাদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে গণতন্ত্র আনতেই হবে। আর গণতন্ত্র আনতে হলে একটি গণতান্ত্রিক নির্বাচন দিতে হবে। সংসদে শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্ব থাকতে হবে। বিকল্প ধারার পক্ষ থেকে তার দল থেকে শ্রমিকদের আগামী সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সরকারি কর্মচারীদের মতো শ্রমিক শ্রেণি ও বেসরকারি নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানান বিকল্প ধারার সভাপতি।
রানা প্লাজার মতো এতো বড় দুর্ঘটনার বিচার এখনো হয় নাই উল্লেখ করে তিনি বলেন, নিহত ও আহতদের ক্ষতিপূরণ কী দেওয়া হয়েছে তাও জনগণ জানে না। বদরুদ্দোজা চৌধুরী বলেন, মালিকের অবহেলায় এই দুর্ঘটনা হয়েছে, সুতরাং এর দায়দায়িত্ব মালিককেই নিতে হবে। এ ব্যাপারে কোনো আপস চলবে না। বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার হবে না। তাই আমরা রানা প্লাজার ঘটনাসহ যতো দুর্ঘটনা হয়েছে সবগুলোর দ্রæততম বিচার চাই। ঢিলেঢালা বিচার চলবে না। বি. চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শ্রমিকরা ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন, কিন্তু সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা তারা পান না।
বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, ব্যারিস্টার ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, ওয়াসিমুল ইসলাম, জানে আলম হাওলাদার, যুবধারার ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, মাহফুজুর রহমান, বিএম নিজাম, শাহজাহান সিরাজ সবুজ, শাহ আলম, আরিফুল হক সুমন, তাসলিমা, সীমা, রবিউল, শেখ রাসেল প্রমুখ।####

 



 

Show all comments
  • গনতন্ত্র ৩ মে, ২০১৮, ১:০০ এএম says : 0
    জনগন বলছেন, “ প্রতিশেধক- ২০১৮ “ একবার যখন পাইছি তোরে জীবন থাকবে দিবোনা ছেড়ে, যতই ধমক আসুক না কেন পুলিশ/প্রশাসন আমাদের ফেবারে ৷ কমড় ভেংগে দিয়েছি ওদের নেত্রী ঢুকিয়ে কারাগার, এরশাদ মিয়া বেশী নড়লে মামলা কিনতু পুনঃজীবিত করবো আবার ৷ কোঠা আন্দোলন করছি ফুটা ছল-চাতুরি/ মিথ্যে আশ্বাস দিয়া, তৃতীয় শক্তি গঠন নয় সহজ দুদক পিছনে দিয়েছি লাগাইয়া ৷ চালিয়ে যাও তোমাদের মুখ সুযোগতো দিয়েছি করে, অজীবন ..........র দাও ঘোষনা ভীতুদেরকে কে হিসেবে ধরে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ