Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি রোজার মাসে পণ্যের দাম বাড়লে কঠোর ব্যবস্থা

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ভোলা জেলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রোজার মাসে কেউ যদি পণ্যের দাম বাড়ান তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার ভোলার সদর উপজেলার গাজীপুর রোডের নিজ বাড়ির মিলনায়তনে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বেলা ১১টার দিকে এ মতবিনিময় সভা হয়। তোফায়েল আহমেদ বলেন, আসছে রোজার মাসে বাজারে পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে। চিনি, খেজুর, ডালসহ ভোগ্যপণ্য যা যা চাহিদা, তার চেয়ে বেশি মজুত রয়েছে। ৬ মে থেকে টিসিবি খোলাবাজারে পণ্য বিক্রি করবে। বাজার যাতে স্থিতিশীল অবস্থা থাকে সে ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি থাকবে।
পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে প্রায় ১৫ লাখ টাকা বিতরণ করেন। এ সময় ভোলা জেলা চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন টিন ও নগদ টাকা বিতরণ করবেন বলে ঘোষণা দেন।
মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করবেন। দাম বাড়ানোর চেষ্টা করবেন না। ভোগ্যপণ্যের ভেজাল যাচাইয়ের জন্য টিম টহলে থাকবে। কেউ যদি দাম বাড়ায়, পণ্যে ভেজাল দেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রেখে বাজারকে স্বাভাবিক রাখতে। এবার দাম বাড়ার কোনো কারণ নেই। চাহিদার তুলনায় এবার অনেক বেশি পণ্য মজুত রয়েছে। তাই দাম বাড়ার কোনো কারণ নেই। কারণ, আমি ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছি।
ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

 



 

Show all comments
  • গনতন্ত্র ৩ মে, ২০১৮, ১:০৮ এএম says : 0
    জনগন বলছেন, “ মুনাফা – ২০১৮ “ রোজা রেখেও হইনা সোজা রোজার মাসে অধিক মুনাফা খুজি, ধনীরা এতে করেনা পরোয়া গরীবদের চাহিদা মিটেনা রুজি ৷ চাল কিনলে তরকারী জোটেনা রোজার মধ্যও চড়া দামে রোজা, মানবতা আজ বিবেক শূন্য মরার আগে কি হবোনা সোজা ? রোজার শেষে কাপড় বিতরন এ যেন বৈশাখী মেলা, সাংবাদিক আসবেন ছবি ছাপাবেন মানুষ ঠকানোর খেলা ৷ সংবাদ দেখে মানুষ ভাববে আমি কত বড় দাতা হাতেমতাই, সুযোগ পেলে ভিক্ষুকেও ছাড়িনা আমি ভদ্রলোকী কসাই ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ