Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে এখন কতিপয় লোভী মানুষের কুশাসন চলছে -ড. কামাল হোসেন

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : দেশে এখন কতিপয় লোভী মানুষের কুশাসন চলছে মন্তব্য করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এই কুশাসন থেকে দেশকে মুক্ত করার আহŸান জানান।
গত মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ড. কামাল বলেন, আমাদের কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করে, প্রবাসী শ্রমিকরা কঠোর পরিশ্রম করে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে, ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক দিনরাত খেটে দেশের জন্য ডলার উপার্জন করছে। অথচ কতিপয় লোভী দুর্নীতিবাজ সেই টাকা ব্যাংক থেকে লুটপাট করছে, বিদেশে পাচার করছে।
তিনি বলেন, কার্যকর গণতন্ত্র-আইনের শাসন ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। গণফোরাম সভাপতি বলেন, পুলিশকে দায়িত্ব পালন করতে হবে জনগণের স্বার্থে, সুশাসন নিশ্চিত করতে হবে। কিন্তু অসুস্থ রাজনীতি ও শাসন ব্যবস্থার দূর্বলতার কারণে সন্ত্রাস-গুম-খুন-বিচার বহির্ভূত হত্যা বাড়ছে। দুর্নীতি ও সাম্প্রদায়িকতা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরীব খেটে খাওয়া মানুষগুলো। ড. কামাল কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।
মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এড. সুব্রত চৌধুরী, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানী, সাইদুর রহমান সাইদ, কাজী হাবিব প্রমুখ। ####

 



 

Show all comments
  • গনতন্ত্র ৩ মে, ২০১৮, ১:০১ এএম says : 0
    জনগন বলছেন, “ প্রতিশেধক- ২০১৮ “ একবার যখন পাইছি তোরে জীবন থাকবে দিবোনা ছেড়ে, যতই ধমক আসুক না কেন পুলিশ/প্রশাসন আমাদের ফেবারে ৷ কমড় ভেংগে দিয়েছি ওদের নেত্রী ঢুকিয়ে কারাগার, এরশাদ মিয়া বেশী নড়লে মামলা কিনতু পুনঃজীবিত করবো আবার ৷ কোঠা আন্দোলন করছি ফুটা ছল-চাতুরি/ মিথ্যে আশ্বাস দিয়া, তৃতীয় শক্তি গঠন নয় সহজ দুদক পিছনে দিয়েছি লাগাইয়া ৷ চালিয়ে যাও তোমাদের মুখ সুযোগতো দিয়েছি করে, অজীবন ..........র দাও ঘোষনা ভীতুদেরকে কে হিসেবে ধরে ?
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ৩ মে, ২০১৮, ৬:১৬ এএম says : 0
    জনগন বলছেন, “ বিজলী – ২০১৮ “ বাঁশের খুঁটিতে বাধেনি এর ঘর বানাইয়াছে সিমেন্টের পালা দিয়া, ছোট্ট ঝড়ে নড়বেনা সে টনেডো হয়তঃ দিবে ফেলিয়া ? বিদেশী সিমেন্টে তৈরী দেওয়াল এ যেন লক্ষীন দরের ঘর, মানুষ ঢুকাতো দূরের কথা সাপেরও ঢুকবেনা ধড় ? ঝড়/তোফানেরও ভরসা নাই প্রচন্ড আঘাত হানতে পারে, এ ঘর ভাংতে আল্লাহ নারাজে বিজলী যদি বড় হয়ে পড়ে ?
    Total Reply(0) Reply
  • Mehedi Hasan ৩ মে, ২০১৮, ১২:০৪ পিএম says : 0
    Correct
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ