পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বৈরী আবহাওয়ার কারণে সারাদেশে নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডবিøউটিএ। বজ্রপাতের আশঙ্কা প্রবল, ঝড়, বৃষ্টি ও গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বুধবার বিআইডবিøউটিএ-এর যুগ্ম পরিচালক ( নৌ নিরাপত্তা) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর নদীবন্দরের জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলায় এবং বিরূপ আবহাওয়ার কারণে দুপুর থেকে এই বিধিনিষেধ আরোপ করা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে আবার নৌযান চলাচল শুরু হবে। সাইফুল ইসলাম বলেন, পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি পারাপার বন্ধ আছে বেলা আড়াইটা থেকে। আর ৩টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটেও ফেরি বন্ধ রয়েছে। বিকাল ৩টা থেকে ঢাকার সদরঘাট, সাড়ে ৩টা থেকে নারায়ণগঞ্জ, ৪টা থেকে চাঁদপুর নৌবন্দর থেকেও চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিআইডবিøউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, তারা ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে কোনো ধরনের নৌযান না ছাড়ার নির্দেশনা দিয়েছেন। আমরা ঝড়ের সময়টা দেখব। ততক্ষণ নৌযান চলাচল বন্ধ থাকবে। এরপর ঝড়ের আপডেট নিয়ে আমরা দেখব চালানো যায় কিনা। যদি আবহাওয়া শান্ত হয় তারপর আবার নৌযান চলাচল শুরু করব। ঢাকা সদরঘাট থেকে এমনিতে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪২টি রুটে ৬৫ থেকে ৭০টি যাত্রীবাহী লঞ্চ ছাড়ে। সরকারি ছুটির দিনে ভিড় থাকে তুলনামূলকভাবে বেশি। আলমগীর কবির জানান, ঝড়ো আবহাওয়ার কারণে চলতি গ্রীষ্ম মওসুমে সদরঘাট থেকে ২০ বার নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।তবে এখন পর্যন্ত সারাদিন বন্ধ থাকার কোনো ঘটনা ঘটেনি।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিন যত যাবে বজ্রপাতের আশঙ্কা আরো প্রবল হবে। এছাড়াও ঝড়, বৃষ্টি ও গরম তীব্র আকার ধারণ করবে। গত সোমবার, দিনদুপুরে আকাশে কালো মেঘ জমে নেমে এসেছিল রাতের আঁধার। বয়ে গেল কালবৈশাখী। পরদিন মঙ্গলবার ঝড়-বৃষ্টি তেমন না হলেও আকাশে ভেসে ছিল মেঘ। গতকাল একই অবস্থা দেখা দিয়েছে। ঝড়-বৃষ্টি ও মেঘের দাপট আরও কয়েক দিন থাকবে । সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, গতকাল বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিজলিসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সাময়িক বিরতি থাকলেও বিকেল বা সন্ধ্যা থেকে আবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ছোট আকারের কালবৈশাখী থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান। এ কারণে বৃষ্টি হতে পারে। তবে কালবৈশাখীর জন্য বৃষ্টি বেশি হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।