Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে প্রতারকদের পেছনে কেউ হাঁটবে না -ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

 আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো প্রতারকদের পেছনে কেউ হাঁটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগকে ভারত জোর করে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। কিন্তু তারা এবার নির্বাচন নিয়ে নাক গলাবে না বলে জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বিদেশিদের বলেছিল, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তিন মাস পর আবার নির্বাচন হবে। কিন্তু তারা সেটা না করে প্রতারণা করেছে। এখন চীন বলেছে, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আমরা মনে করি, আগামী নির্বাচনে এই প্রতারকদের পেছনে কেউ হাঁটবে না। গতকাল (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকাস্থ খুলনা বিভাগীয় ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সরকার খালেদা জিয়াকে মাইনাস করে আবারও ভোটারবিহীন নির্বাচন করতে চায় অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাইনাস করে আবারো ভোটারবিহীন নির্বাচন করতে চায়। সেজন্যই সরকার তার (খালেদা) উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না। তিনি বলেন, এই নীল নকশা বাস্তবায়ন করার জন্য সাক্ষ্য-প্রমাণ ছাড়া মিথ্যা মামলায় খালেদা জিয়াকে ওপরের নির্দেশে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। কেবল মিথ্যা মামলায় সাজাই নয়, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রীকে রাখা হয়েছে পরিত্যক্ত-নির্জন একটি কারাগারে। যেখানে একজন সুস্থ্য মানুষও থাকতে পারেনা সেখানে অমানবিক অবস্থায় তাকে (খালেদা জিয়া) রাখা হচ্ছে। তিনি এখন সেখানে খুবই অসুস্থ হয়ে পড়েছেন।। যা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিনিধি পাঠিয়ে উন্নত চিকিৎসার আহŸান জানিয়েছি। কিন্তু সরকার এতে কোনই কর্ণপাত করছে না। কারণ বিএনপিকে বাইরে রেখে এবং খালেদা জিয়াকে মাইনাস করে আবার ভোট ছাড়া নির্বাচন করতে চায় তারা। এটাই আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য। তবে বলে রাখি, তারা যদি ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় তাহলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে রাস্তায় নেমে আসবে। সরকারকে হুঁশিয়ার করে মোশররফ বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হলে তার দায়-দায়িত্ব আপনাদেরকেই (সরকারকে) নিতে হবে।
দেশে অলিখিত বাকশাল চলছে অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেন, কমিটি নিয়ে কথা বলার জন্য রোববার ঢাকা মহানগর বিএনপি নেতারা বৈঠকে বসেছিলেন কিন্তু সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে গাজীপুরে নির্বাচন থেকে কেন সরে গেলেন এই রাগে জামায়াতের এক প্রার্থীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশে ঘরোয়া রাজনীতিরও মনে হয় পারমিশন নেই। সামরিক শাসনেও এমন হয় না। দেশে অলিখিত বাকশাল চলছে। প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে বাকশাল কায়েম করেছে এই অবৈধ সরকার। খন্দকার মোশাররফ বলেন, গাজীপুরে তিন ভাগ ভোট পাবে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থী পাবেন এক ভাগ ভোট, এটা আওয়ামী লীগও জানে। এবার জন¯্রােত শুরু হয়েছে। এই দুই সিটির ভোট নির্বাচন কমিশন এবং সরকারের জন্য অগ্নিপরীক্ষা। তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বাঁশি বাজিয়ে, দিনক্ষণ ঠিক করে গণআন্দোলন হয় না। আগামী দিনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মাঠে নামবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। সবাই সেই দিনের প্রস্তুতিত নিন।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের সঞ্চালনায় এবং আয়োজক সংগঠনের সভাপতি তারেক উজ জামান তারিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।########

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ