পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিরূপ আবহাওয়ার কারণে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ জনপদের বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বিঘিœত হচ্ছে। গতকাল রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য জানান। নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা জানান, রোববার সকাল ৮টা ২৮ থেকে ৯টা ৪২ মিনিট এবং বেলা ১১টা ৫০ থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়। সকালে রাজধানীতে ঘণ্টায় ৭৩ কিলোমিটার গতির বাতাস নিয়ে কালবৈশাখী আঘাত হানার পর ঘণ্টা তিনেক মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়। ভারী বর্ষণের খবর এসেছে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও। ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপর , ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিল আগেই। দীনেশ কুমার সাহা বলেন, এমনিতে ২ নম্বর সংকেতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচলে কোনো বাধা নেই। কিন্তু ঝড-ঝঞ্ঝার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল থেকে দুই দফা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। সঢাকা সদরঘাট থেকে এমনিতে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪২টি রুটে মোটামুটি ৬৫ থেকে ৭০টি যাত্রীবাহী লঞ্চ ছাড়ে। তবে এ সপ্তাহে বেশ কয়েক দিন সরকারি ছুটি থাকায় সদরঘাটে ভিড় ছিল তুলনামূলক বেশি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বজলুর রশিদ জানান, গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। সারা দেশে ঝড়-বৃষ্টির এই প্রবণতা আরও কয়েক দিন চলতে পারে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।