Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি সপ্তাহে চার কোম্পানির এজিএম

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক : ব্যাকিং খাতের এ কোম্পানির এজিএম আজ সোমবার সকাল ১০টায় কুর্মিটোলা গ্লোব ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
মার্কেন্টাইল ব্যাংক : ব্যাকিং খাতের এ কোম্পানির এজিএম আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্য ১৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট : আর্থিক খাতের এ কোম্পানির এজিএম আগামী ৩ মে বেলা ১১টায় রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স : বিমা খাতের এ কোম্পানির এজিএম আগামী ৩ মে সকাল ১০টায় রাজধানীর গুলশান স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ