Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেমিটেন্স অর্জনে নারী কর্মীরা ব্যাপক অবদান রাখছে নুরুল ইসলাম বিএসসি

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, রেমিটেন্স অর্জনে নারী কর্মীরা ব্যাপক অবদান রাখছে। নারীরা যে বিদেশে কাজ করছে সেখানে তাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। বাস্তবে যে সকল সমস্যা নারী অভিবাসনে রয়েছে তা সরকার মোকাবেলা করছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকেও এগিয়ে আসতে হবে। গতকাল সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত “টেকসই উন্নয়নে নিরাপদ নারী অভিবাসন” শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম, বিএমইটির ডিজি মোঃ সেলিম রেজা, বায়রার সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ