Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সার কারখানায় যুবলীগের হামলা : কর্মকর্তাদের মারধর

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় রাষ্ট্রায়ত্ত¡ ডায় অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় হানা দিয়ে যুবলীগের কর্মীরা তিন কর্মকর্তাকে মারধর করেছে। গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১টায় সংরক্ষিত সরকারি স্থাপনায় (কেপিআই) এ হামলার ঘটনা ঘটলেও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা নেয়নি পুলিশ। মারধরের শিকার কর্মকর্তা-কর্মচারীরা হলেন, ডিএপির উপ-ব্যবস্থাপক (প্রশাসন) আবুল বাশার, সহকারী প্রধান হিসাবরক্ষক আনোয়ার আল সাদাত ও গাড়িচালক বশির উদ্দিন। রক্তাক্ত আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খোকন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে ইনকিলাবকে জানান, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগ নেতা জসীম উদ্দিন চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ সৈয়দ ও শওকত ওসমানের নেতৃত্বে কারখানায় হানা দিয়ে এ হামলা করা হয়। হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, এই তিনজনের নেতৃত্বে ১৫ থেকে ২০টি মোটর সাইকেলে করে ৪০-৪৫ জন কারখানার গেইটে আসেন। সংরক্ষিত এলাকা হওয়ায় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। বাধা অগ্রাহ্য করে তারা ভেতরে ঢুকে প্রথমে এমডিকে খোঁজেন। তাকে না পেয়ে ওই দুই কর্মকর্তাকে মারধর করেন। তাদের রক্ষায় এগিয়ে আসলে গাড়ি চালককেও মারধর করে তারা।
তিনি বলেন, গত ২৪ মার্চ ডিএপি কারখানার ভেতরে সিবিএ কার্যালয়ে শ্রমিকদের দুই গ্রæপের মারামারি হয়। এই ঘটনায় চার শ্রমিককে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হামলায় যে দুই কর্মকর্তা আহত হয়েছেন তারা দু’জনই এ কমিটির সদস্য। তিনি জানান, যুবলীগের নেতারা ওই ৪ জনের বরখাস্তের আদেশ বিকেলের মধ্যে (গতকাল) প্রত্যাহারের হুমকি দেয় এবং একইসাথে তাদের নির্দোষ দাবি করে তদন্ত প্রতিবেদন দেয়ারও নির্দেশ দিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনার পর হামলাকারীদের নাম, পরিচয়সহ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা নেয়নি বলে জানান তিনি। এ হামলার পর কারখানায় আতঙ্ক বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু তারা রাজনৈতিক চাপ দিয়ে তাদের দায়মুক্তি দেয়ার আবদার করছে।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দুল মোস্তফা ইনকিলাবকে বলেন, ডিএপি সার কারখানার ভারপ্রাপ্ত এমডি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আমি এখনও (রাত ৮টা) তা দেখার সুযোগ পাইনি। ঘটনার সময় সেখানে পুলিশ ছিল জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে আরও পুলিশ পাঠানো হয়েছে। তবে হামলাকারীদের কাউকেই গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি। ওসি বলেন, কারখানা কর্তৃপক্ষ যে অভিযোগ দিয়েছে সেটি যাচাই-বাছাই করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ