Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা জমা, দুই ব্যক্তিকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গুরুত্বপূর্ণ ব্যক্তির (সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা) ব্যাংকে ৪ কোটি টাকা জমা দেয়ার বিষয়ে অনুসন্ধানে ২ জন ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ব্যবসায়ীরা হলেন মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা। দুদকের নথিপত্রে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির নাম উল্লেখ নেই। তবে বিশ্বস্ত সূত্র জানা যায়, গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। যদিও দুদকের কোন কর্মকর্তা এ বিষয়ে সরাসরি কোন মন্তব্য করতে রাজি হননি। বলেছেন পরে বিস্তারিত জানা যাবে। আগামী ৬ মে সকাল ৯ টায় ব্যবসায়ীদেরকে দুদকের প্রধান কার্যালায়ে হাজির থাকতে বলা হয়েছে।
ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা জমা দেয়ার বিষয়টির অনুসন্ধানে দুই ব্যক্তিকে তলব করেছে দুদক। ঢাকার উত্তরায় তাদের ব্যবসায় প্রতিষ্ঠান এবং টাঙ্গাইলের স্থায়ী ঠিকানায় নোটিস গেছে বলে ইনকিলাবকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের পরিচালক সৈয়দ ইকবাল জিজ্ঞাসায় বলেন, অস্বাভাবিক লেনদেন সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। সেই প্রেক্ষিতে অনুসন্ধান শুরু হয়েছে। যাদের ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তর হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অভিযোগের অনুসন্ধান শেষে কারা জড়িত এর বিস্তারিত জানা সম্ভব হবে। নথিপত্রে উল্লিখিত গুরুত্বপূর্ণ ব্যক্তি বিচারপতি সিনহা কি না- জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপে পড়ার পর গত বছরের অক্টোবরে ছুটি নিয়ে বিদেশ গিয়ে সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিচারপতি সিনহা। তিনি বিদেশ যাওয়ার পর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে তার বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হয়। এর মধ্যে রয়েছে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তদন্তে তখন দেশে দুর্নীতি প্রতিরোধের রাষ্ট্রীয় সংস্থা দুদকের কোনো পদক্ষেপ দেখা যায়নি।
সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তখন বলেছিলেন, যদি পাই, যারই হোক না কেন, আমরা দুর্নীতির অনুসন্ধান করব। শাহজাহান ও নিরঞ্জনকে জিজ্ঞাসাবাদে বুধবার সিদ্ধান্ত হওয়ার পর আগামী ৬ মে সেগুন বাগিচায় কমিশন কার্যালয়ে হাজির হতে বলেছেন অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল।
দুদক কর্মকর্তারা বলেন, ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা শাহজাহান ও নিরঞ্জন ঋণ নেন। এরপর একই বছরের ১৬ নভেম্বর সেই অর্থ পে-অর্ডারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংক যাত্রা শুরুর চার বছর না যেতেই নানা অনিয়মের ধুঁকছে। চাপের মুখে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও ছাড়তে হয়েছে মহীউদ্দীন খান আলমগীরকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ