Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেক-মঞ্জুর প্রচারণা শুরু

খুলনায় প্রতীক নিয়েই ১৯১ প্রার্থী মাঠে

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


আবু হেনা মুক্তি : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে পাঁচ মেয়র এবং ১৮৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীকগুলো তুলে দেন। প্রথমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীক দেওয়া হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম সোহাগ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল সুজন প্রমুখ। পরে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ২০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, মাওলানা সাখাওয়াত হোসাইন, অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর জাতীয় পার্টির (জাপা) এস এম শফিকুর রহমানকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হককে হাত পাখা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাসদসহ পাঁচ দলের প্রার্থী মিজানুর রহমান বাবুকে কাস্তে প্রতীক দেওয়া হয়েছে। মেয়র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক দেওয়ার পর সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়। এদিকে প্রতীক বরাদ্দের পর পরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এর আগে সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর টুটপাড়া কবরখানায় তার বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু করেন। উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীসহ পাঁচজন মেয়র পদে এবং সাধারণ ৩১টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী সহ ১৯১ জন প্রাথী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
খালেকের নির্বাচনী প্রচারণা শুরু
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। গতকাল সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে নৌকার জয় বাংলার জয় এ ¯েøাগানকে সামনে রেখে মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়েবসাইট উদ্বোধনের আয়োজন করা হয়। প্রতীক পাওয়ার পর তিনি মহানগরীর পিকচার প্যালেস মোড় থেকে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও নগরবাসীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে মহানগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এদিকে, গত রোববার বাগেরহাটের হয়রত খাজা খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী কাজ শুরু করেন।
মঞ্জুর নির্বাচনী প্রচারণা শুরু
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পর টুটপাড়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। তিনি দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দোয়া শেষে মহানগরীর প্রাণকেন্দ্রে ও মূল শহরে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মঞ্জু। এসময় তার সঙ্গে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা ছিলেন।
প্রেসব্রিফিং-এ এস এম কামাল
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি প্রচার সেলের উদ্ভোধনী সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন বলেছেন, নৌকা ক্ষমতায় থাকলে খুলনাসহ সমগ্র দেশের উন্নয়ন হয়। বিএনপি’র মেয়র প্রার্থী মঞ্জু’র মিথ্যা অভিযোগের জবাবে বলেন, আওয়ামী লীগ অন্ধকারে পথ ধরে ক্ষমতায় আসা পছন্দ করে না। অন্ধকারের পথ ধরে ক্ষমতায় আসার ইতিহাস আওয়ামী লীগের নেই । শেখ পরিবার বাংলাদেশের রাজনীতির প্রবর্তক। তাঁরা রাজনৈতিক পরিবার। তাঁরা কখনও দেশ ও জাতির সম্মানকে ক্ষুন্ন করেন না। আর প্রশাসনের কর্মকর্তাদের বাড়িতে ডাকা প্রয়োজন হয় না। কারন শেখ পরিবার জনগণের ভোটে বিশ^াস করে। ভোটের মাধ্যমে বিজয় অর্জনের প্রত্যাশাই শেখ পরিবারের ।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচনী এজেন্ট খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, নির্বাচনী প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজি আমিনুল হক, আওয়ামী লীগ নেতা এ এফ এম মাকসুদুর রহমান, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. নিমাই চন্দ্র রায়, জোবায়ের আহমেদ খান জবা, অধ্যাপক মিজানুর রহমান, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সাইফুল ইসলাম, আবুল কাশেম মোল্লা, আলাউদ্দিন আল আজাদ মিলন, রনজিত কুমার ঘোষ, সুজন আহমেদ, মিজানুর রহমান জিয়া, শফিকুর রহমান পলাশ, শেখ শাহাজালাল হোসেন সুজন প্রমুখ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ