পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট স্যারেন্ডার নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থাপিত যুক্তরাজ্যের নথি নকল বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, একটা দলিল নকল করবার সময় যখন ভুল হয়, তখন বুঝতে হবে যিনি নকল করছেন, তিনি টেনশনে আছেন। না হলে এত ভুল হয় না। গতকাল (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ নামে একটি সংগঠনের আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ করেছেন বলে দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার দাবির সপক্ষে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি সাংবাদিকদের দেখান তিনি। তার ওই চিঠিতে ১৩টি ভুল রয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা দেখিয়ে দেন। একই সময়ে মাহমুদুর রহমান মান্না বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেখানো চিঠি ভুলে ভরা। চিঠিতে দেখা যায়, ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট দিচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসিকে। বাংলাদেশ অ্যাম্বাসি নামে কিছু আছে? দ্যাট ইজ বাংলাদেশ হাই কমিশন। যারা কমনওয়েলথয়ের মধ্যে আছে তারা অ্যাম্বাসি বলে না। তারপর লেখছে স্যারস, ওরে বাবা রে.. এতগুলো স্যার কোথা থেকে আসল? চিঠি যখন লিখি, তখন ১০ জন স্যারের কাছে লিখি নাকি! এরপর এই চিঠির মধ্যে এরকম করে পাসপোর্ট কথা বলা হয়েছে, বোঝাই যাচ্ছে না, এটা কী কারণে দেওয়া হচ্ছে। সবশেষে যে সই করেছে তার কোনো নাম নেই। বানান ভুল আছে।
মান্না বলেন, এই গভর্নমেন্ট যখন এই রকমের দুই নম্বরি করছেন, প্রথম প্রথম কনফিডেন্ট ছিলেন, কিছু কিছু ভালোই করেছেন, কিন্তু যতই দিন যাচ্ছে, নির্বাচন কাছে আসছে, ততই তাদের মস্তিষ্কের মধ্যে ঘুরপাক বেশি হচ্ছে। এই সরকার সবচেয়ে দুর্বল, দিশেহারা।
আইনি লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা সম্ভব হবে না জানিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই যে হাজার হাজার লোক তাকে দেখতে কারাগারে, হাসপাতালে গেছেন; সেই সমস্ত লোক নিয়ে যদি রাস্তায় নামতে পারেন, তাহলে তা হবে। বর্তমান সরকার দুর্বল ও নড়েবড়ে বলে মন্তব্য করে মান্না বলেন, অনেকে বলেন শেখ হাসিনাকে কেউ হারাতে পারবে না, উনি কারও কাছে মাথা নত করেন না। যারা মনে করেন এই সরকার অজেয়, অনেক শক্তিশালী, কিছু করা যাবে না, তারা ভেতরের চেহারা দেখছেন না। এই সরকার ভেতরে ভেতরে খুবই দুর্বল, নড়েবড়ে।
বাংলাদেশের ইতিহাস আন্দোলনের ইতিহাস উল্লেখ করে নাগরিক ঐক্যের এই নেতা বলেন, এদেশের যা অর্জন তা সম্ভব হয়েছে আন্দোলনের মাধ্যমে। এদেশে আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা একেবারে মরে যায়নি তা প্রমাণ করেছে কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনের মত আন্দোলন না করতে পারলে সরকারও গুরুত্ব দেয় না দাবী করে বিএনপির উদ্দেশে মান্না বলেন, বিএনপিকে সেটা মনে রাখতে হবে। কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে হবে। ঐকের গুরুত্ব এখন বুঝতেছে তবে ঐক্য যাই হোক আসল কাজটা বিএনপিকেই সামনে থেকে করতে হবে। সরকার বেগম জিয়ার সাথে যে ব্যবহার করছে তার প্রতিবাদ করে বলতে চাই এসব ভালো হচ্ছে না। তিনি বলেন, আইনি মোকাবেলা করে খালেদা জিয়াকে কারামুক্ত করতে পারবেন এটা যদি মনে করে বিএনপির নেতারা। তাহলে আমি বলবো বিএনপি ভুল পথে আছে, ভুল ভাবছে। আপনারা বিএনপি আইনি মোকাবিলা করে বেগম জিয়াকে কারামুক্ত করতে পারবেন না। তাকে কারামুক্ত করতে পারবেন, যদি হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দেলন করে সরকারকে বাধ্য করতে পারেন তাহলে আওয়ামী লীগ সরকারের কারাগার থেকে বেগম জিয়াকে মুক্ত করতে পারবেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এসরকারের পতন ঘটাতে গণঅভ্যুত্থানের বিকল্প ভাবলে হবে না। আপনারা যদি জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামেন তাহলে আপনাদের সাথে আমিও আছি, আমিও রাস্তায় নামবো। গণতন্ত্র মানে কি? পাঁচবছর একদিন একটা ভোট দেয়ার অধিকার। আওয়ামী লীগ ক্ষমতায় কি? বিএনপি ক্ষমতায় কি? যে দল সরকারে থেকে ১৬ কোটি মানুষের অধিকার দেবে, গণতন্ত্র দিবে, মানুষে কথা বলার সুযোগ দিবে তারা যদি আমায় ডাকে, সেই ডাকে আমি সাড়া দেবো। কিন্তু কোন সরকার বা দল কেউ তো সে দায়িত্ব নিচ্ছে না। নিজেদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারছেনা দল ও সরকারও চাইছেনা।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সরকার নাগরিকত্ব এবং ট্রাভেল ডকুমেন্টের পার্থক্যও বোঝে না। এত বিজ্ঞ রাজনৈতিক শক্তি সরকার রপ্ত করেছে, আমার প্রশ্ন জাগে, এত বুদ্ধিমান সরকার, তারা কি নাগরিকত্ব এবং একটি ট্রাভেল ডকুমেন্টের মধ্যে যে ব্যবধান, সেই সামান্য ব্যবধানটি বুঝতে পারেনি?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।